Advertisement
Advertisement

Breaking News

Partha Chatterjee

সুপ্রিম কোর্টে জামিন পার্থর, তবে শর্তের মারপ্যাঁচে ঝুলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভাগ্য

সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর নিয়োগ দুর্নীতি মামলায় ধূৃত পার্থ চট্টোপাধ্যায়ের। তবে এই জামিনের নির্দেশ কার্যকর হবে আগামী বছর ১ ফেব্রুয়ারি। শুধুমাত্র ইডির মামলাতেই জামিন দেওয়া হবে তাঁকে।

SC grants bail to former WB education minister Partha Chatterjee

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 13, 2024 10:56 am
  • Updated:December 13, 2024 1:15 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে মঞ্জুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। তবে এখনই এই জামিনের নির্দেশ কার্যকর হবে না। তার পর বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। গোটা প্রক্রিয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী বছর ১ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ ফেব্রুয়ারি ১ তারিখের মধ্যে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশ কার্যকর হবে। তবে তাতেও জেলমুক্তির কোনও প্রশ্ন নেই।

পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী, এই তত্ত্বেই বারবার খারিজ হয়েছে তাঁর জামিনের আবেদন। শীর্ষ আদালতেও সেই কারণেই তৈরি হয়েছে জটিলতা। অবশেষে জামিন মঞ্জুর হলেও দেওয়া হয়েছে একাধিক শর্ত।  শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, শীতকালীন ছুটি অর্থাৎ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে। যে সমস্ত সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা থাকছে, তাঁদের বয়ান রেকর্ড করতে হবে। সমস্ত তথ্য জোগাড়ের পর কার্যকর হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের নির্দেশ। আগামী বছর ১ ফেব্রুয়ারির মধ্যেই এই সকল শর্ত পূরণ করতে হবে। তার পরই মিলবে জামিন। তবে এই গোটা প্রক্রিয়াটাই ইডির মামলার প্রেক্ষিতে। এর সঙ্গে সিবিআইয়ের মামলার কোনও যোগ নেই।

Advertisement

এদিন শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়েছে, জামিন পেলেও মন্ত্রী হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। তবে বিধায়ক পদের দায়িত্ব সামলাতে পারবেন। সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পর একাধিকবার জামিনের আর্জি জানালেও তা খারিজ হয়ে গিয়েছে। এদিকে এই মামলায় ধৃত অনেকেই ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement