Advertisement
Advertisement
ভিভিপ্যাট

দাবি খারিজ, ভিভিপ্যাট মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা বিরোধীদের

‘সর্বোচ্চ আদালত যা রায় দিয়েছে, তা মেনে নেওয়া হবে’, জানালেন অভিষেক মনু সিংভি৷

SC dismissed oppositions plea over matching of VVPAT slips with EVM
Published by: Sayani Sen
  • Posted:May 7, 2019 2:04 pm
  • Updated:May 7, 2019 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিভিপ্যাট মামলায় সর্বোচ্চ আদালতে বড়সড় ধাক্কা খেল ২১টি বিরোধী দল৷ মঙ্গলবারের শুনানিতে ভিভিপ্যাট নিয়ে রায় পুনর্বিবেচনার আরজি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ৷ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৫০ শতাংশ বুথে ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখা সম্ভব নয়৷

[ আরও পড়ুন: ভোট চলাকালীন হোটেলের ঘর থেকে বাজেয়াপ্ত ইভিএম, বিতর্ক তুঙ্গে]

লোকসভা নির্বাচনের আবহে দেশের ২১টি বিরোধী দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল৷ দলগুলির দাবি ছিল, ৫০ শতাংশ বুথে ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখতে হবে৷ মঙ্গলবার ওই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে৷ শুনানির সময় সর্বোচ্চ আদালতে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, আপ সাংসদ সঞ্জয় সিং, সিপিআই সাংসদ ডি রাজা, এনসি চেয়ারম্যান ফারুক আবদুল্লা-সহ একাধিক বিরোধী নেতা৷ বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির শুরুতেই বিরোধীদের ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার আবেদন খারিজ হয়ে যায়৷ উল্লেখ্য, এই মামলার শুনানিতে যদিও আগেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, প্রত্যেক বিধানসভার যদি ৫০ শতাংশ করে ভিভিপ্যাটের স্লিপ গোনা হয়, তাতে ফলপ্রকাশ হতে আরও পাঁচদিন দেরি হবে৷ এই প্রসঙ্গে টেনে প্রধান বিচারপতি বলেন, ‘‘ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে ইভিএম মিলিয়ে দেখা সম্ভব নয়৷ আগের নির্দেশ পর্যালোচনা করার কোনও প্রয়োজন মনে করছে না আদালত৷’’

Advertisement

[ আরও পড়ুন: ৫০ কোটি পেলে মোদিকে খুন করব! ভিডিও বার্তায় বললেন তেজবাহাদুর যাদব]

এই রায়ের পর কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ‘‘সর্বোচ্চ আদালত যা রায় দিয়েছে, সেই রায়ই মেনে নেওয়া হবে৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement