Advertisement
Advertisement

Breaking News

রাজীব কুমার

খারিজ আগাম জামিনের আবেদন, দোরগোড়ায় রাজীব কুমারের গ্রেপ্তারি?

কলকাতা হাই কোর্টে কর্মবিরতির মাঝে জামিন নিতে ব্যর্থ রাজীব কুমার৷

SC blow to ex-commissioner of Kolkata police Rajeev Kumar
Published by: Sayani Sen
  • Posted:May 24, 2019 2:53 pm
  • Updated:May 24, 2019 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তারি এড়াতে এতদিন নানা কৌশল করেছেন তিনি৷ কিন্তু তাতে লাভ কিছুই হল না৷ পরিবর্তে সময় যত গড়াচ্ছে, ততই মাথাচাড়া দিচ্ছে গ্রেপ্তারির জল্পনা৷ শুক্রবার সুপ্রিম কোর্টের দেওয়া আইনি রক্ষাকবচের মেয়াদের সাতদিন শেষ হচ্ছে৷ তাই এদিন আগাম জামিনের আবেদন করেছিলেন রাজীব কুমার৷ সেই আবেদন খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা৷ কলকাতা হাই কোর্ট থেকে জামিন নিতে বলা হয়েছে তাঁকে৷ কিন্তু আইনজীবীদের কর্মবিরতি চলায় আপাতত সমস্ত কাজই বন্ধ রয়েছে হাই কোর্টে৷ সেক্ষেত্রে কীভাবে জামিন নেবেন, সুপ্রিম কোর্টে সেই প্রশ্ন জানান রাজীব৷ এই প্রশ্নের উত্তরেই সর্বোচ্চ আদালতের বক্তব্য, কর্মবিরতি করছেন আইনজীবীরা৷ সুপ্রিম কোর্টের বিচারপতিরা নন৷

[ আরও পড়ুন: চার্ম ফিকে চামলিংয়ের, বাইচুংকে পাত্তাই দিল না সিকিম]

সারদা মামলার নথি লোপাটের অভিযোগ উঠছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে৷ সেই অভিযোগকে কেন্দ্র করেই মাসকয়েক আগে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি৷ নির্বাচনের মাঝে আবারও মাথাচাড়া দিয়েছে রাজীব কুমারের ইস্যু৷ গত ১৬ মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার৷ রায়দানের সময় বিচারপতিরা জানিয়েছিলেন, সারদা মামলায় তদন্তের প্রয়োজনে সিবিআই আইনি পদক্ষেপ করতে পারবে৷ তবে রাজীব কুমারও সাতদিন আইনি সুরক্ষা নেওয়ার সময় পাবেন। এই সাতদিন গ্রেপ্তার করা যাবে না তাঁকে৷ মাঝে সর্বোচ্চ আদালতের দেওয়া আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছিলেন রাজীব কুমার৷ তিনি সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের কাছে আবেদনও জানিয়েছিলেন৷ কিন্তু রাজ্যের শীর্ষ পুলিশকর্তার আবেদন শুনতে রাজি হননি বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়৷ এদিকে আবার কলকাতার নিম্ন আদালত এবং হাই কোর্টের আইনজীবীদের কর্মবিরতিতে তিনি আইনি সুরক্ষার জন্য আবেদনও জানাতে পারেননি৷

Advertisement

[ আরও পড়ুন: প্রিয়াঙ্কার ‘গঙ্গাযাত্রা’ও বাঁচাতে পারল না কংগ্রেসকে, ডাহা ফেল রাজীবকন্যা]

এরপর শুক্রবার সকালে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বি আর গায়াই এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ কলকাতা হাই কোর্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে৷ বিচারপতি অরুণ মিশ্র বলেন, ‘‘আপনি একজন শীর্ষ পুলিশকর্তা। আপনি বহু তরুণ আইনজীবীর থেকে আইন ভাল বোঝেন। আপনার বোঝা উচিত যে ইতিমধ্যেই প্রধান বিচারপতি আপনাকে নির্দেশ দিয়েছেন আইনি সুরক্ষার জন্য নিম্ন আদালতে যেতে।’’ আপাতত কলকাতা হাই কোর্টে চলছে আইনজীবীদের কর্মবিরতি৷ তার মাঝে কীভাবে আগাম জামিনের আবেদন করবেন, তা নিয়ে চিন্তিত রাজীব কুমার৷ সর্বোচ্চ আদালতে সেকথা জানান তিনি৷ তবে সুপ্রিম কোর্টে বিচারপতিরা তাঁকে স্পষ্ট জানিয়ে দেন নিম্ন আদালতের আইনজীবীদের কর্মবিরতির দায় তাঁদের নয়৷ শুক্রবার রাত ১২টার পর আইনি রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে যাবে৷ তাই তার আগে জামিন না নেওয়া পর্যন্ত ক্রমশই বাড়ছে গ্রেপ্তারির জল্পনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement