Advertisement
Advertisement

৮৫,০০০ কোটি টাকার ঋণগ্রহীতাদের নাম প্রকাশে চাপ সুপ্রিম কোর্টের

এতে ঋণের শর্ত লঙ্ঘিত হবে, দাবি রিজার্ভ ব্যাঙ্কের।

SC asks RBI: 87 owe Rs 85000 crore, why not make their names public
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 16, 2016 7:28 pm
  • Updated:November 16, 2016 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে মোট ৮৭ জন ব্যক্তি সবমিলিয়ে প্রায় ৮৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। তাঁদের নাম প্রকাশ করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র উপর চাপ বাড়াল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ জানায়, যাঁরা এত টাকা ঋণ নিয়েছেন, আরবিআইয়ের উচিত দেশের মানুষের স্বার্থে অবিলম্বে তাঁদের নাম প্রকাশ করা।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন স্পেশ্যাল বেঞ্চের কাছে একটি মুখবন্ধ খামে করে আরবিআই ওই ৮৭ জনের নাম জমা দেয়। সেই নামগুলি খতিয়ে দেখার পরেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে আরবিআই। সুপ্রিম কোর্টের বক্তব্য, মাত্র ৮৭ জন ব্যক্তি ব্যাঙ্ক থেকে ৫০০ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন, সুদ-সমেত অনাদায়ী টাকার পরিমাণ এখন ৮৫ হাজার কোটি টাকারও বেশি। শীর্ষ আদালত জানায়, যাঁরা ১০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন, তাঁদের নাম কেন প্রকাশ্যে আনা হবে না! সেই তথ্য মানুষের জানার অধিকার রয়েছে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের তরফে আদালতকে জানানো হয়, ঋণ নেওয়া ও দেওয়ার সময় কিছু শর্তাবলী পালন করতে হয় দু’পক্ষকেই। যিনি ঋণ নিয়েছেন, তাঁর নাম প্রকাশ্যে আনলে সেই শর্ত খানিকটা লঙ্ঘিত হবে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement