Advertisement
Advertisement

Breaking News

SBI

নির্বাচনী বন্ডের তথ্য দিতে দেরি! স্টেট ব্যাঙ্কের বিরুদ্ধে অবমাননার মামলা সুপ্রিম কোর্টে

দ্রুত এই আদালত অবমাননার মামলার শুনানি হোক, দাবি স্বেচ্ছাসেবী সংস্থার।

SBI's time extension on electoral bond details challenged in Supreme Court | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 7, 2024 4:51 pm
  • Updated:March 7, 2024 4:51 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: নির্দিষ্ট সময় নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ না করে আদালত অবমাননা করেছে স্টেট ব্যাঙ্ক। এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)। তাঁদের দাবি, তথ্য প্রকাশের দিন পিছিয়ে দেওয়ার যে আর্জি স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, সেই মামলার শুনানির দিনই আদালত অবমাননার মামলাও শোনা হোক। 

নির্বাচনী বন্ড (Electoral Bond) অসাংবিধানিক, বাতিল হওয়া উচিত। গত ১৫ ফেব্রুয়ারির রায়ে জানিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এইসঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য দেবে জাতীয় নির্বাচন কমিশনকে। কিন্তু নির্ধারিত সময়সীমার দিন আগেই শীর্ষ আদালত জানিয়ে দেয়, ওই সময়সীমার মধ্যে বন্ডের তথ্য দেওয়া সম্ভব নয়। ওই তথ্য জমা দিতে আগামী ৩০ জুন পর্যন্ত সময় লাগবে। 

Advertisement

[আরও পড়ুন: খেসারত দিতে হবে ৩ কোটি টাকা! পাকিস্তান থেকে সীমা হায়দরকে আইনি নোটিস প্রাক্তন স্বামীর]

তাৎপর্যপূর্ণভাবে কে কত টাকার নির্বাচনী বন্ড কিনেছেন? কবে কত টাকার বন্ড ভাঙানো হয়েছে, সে সব নথি মুম্বইয়ে স্টেট ব্যাঙ্কের প্রধান শাখায় আলাদা আলাদা মুখবন্ধ খামে রয়েছে। তা সত্বেও এই সামান্য তথ্য সুপ্রিম কোর্টে জমা দিতে স্টেট ব্যাঙ্ক অতিরিক্ত সময় কেন চাইছে? প্রশ্ন তুলছে বিরোধী শিবির। কংগ্রেসের বক্তব্য, “এসবিআই শুধু ভারতের বৃহত্তম ঋণদাতা নয়, এটি একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড ব্যাঙ্ক। এদের ৪৮ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, ৬৬,০০০ এটিএম পরিচালনা করে। দেশে এবং দেশের বাইরে প্রায় ২৩,০০০ শাখা রয়েছে। এহেন SBI-এর মাত্র ২২,২১৭টি ইলেক্টোরাল বন্ডের ডেটা দিতে পাঁচ মাস সময় লাগে? এক ক্লিকেই এই তথ্য পাওয়া সম্ভব। নামগুলি বেরিয়ে আসবে বলেই বিজেপি এত ভয় পাচ্ছে?’

[আরও পড়ুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার ৩ ছাত্রী! গ্রেপ্তার এমবিএ ছাত্র] 

এবার অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস স্টেট ব্যাঙ্কের বিরুদ্ধে মামলাও দায়ের করল। এদিন সুপ্রিম কোর্টে ওই স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে মামলা লড়েন প্রশান্ত ভূষণ। তিনিই দাবি করেন, অবিলম্বে ওই অবমাননার মামলা শুরু করা উচিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement