সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি এটিএম জালিয়াতির প্রচুর অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন অংশ থেকে। এটিএম কার্ড জাল করে রাতারাতি গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হচ্ছে। জালিয়াত ধরতে পুলিশ নাস্তানাবুদ। আবার জালিয়াতদের প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে ঘুম ছুটছে ব্যাংক কর্তৃপক্ষের। কারণ, এটিএম জালিয়াতির অভিযোগ নির্দিষ্ট সময়ের মধ্যে জানানো হলে ব্যাংক গ্রাহককে টাকা ফেরত করতে বাধ্য। ফলে, ব্যাংককে আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে।
এটিএম জালিয়াতি ঠেকাতে এবার তৎপর দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। এবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তুলতে ওই ব্যাংকের গ্রাহককে ব্যবহার করতে হবে ওটিপি। রাত আটটা থেকে সকাল আটটার মধ্যে ১০ হাজারের বেশি টাকা এটিএম থেকে তোলার ক্ষেত্রে ওটিপি ব্যবহার করতে হবে। ব্যাংকের পক্ষে একটি টুইটারে এই বার্তা জানানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর হবে ১ জানুয়ারি থেকে।
উল্লেখ্য, এটিএম জালিয়াতির ঘটনাগুলি বেশিরভাগ রাতেই ঘটে থাকে। ব্যাংক জানিয়েছে, রাত আটটা থেকে সকাল আটটার মধ্যে কোনও এসবিআই অ্যাকাউন্ট গ্রাহক এটিএমে ১০ হাজার টাকার বেশি তুলতে চাইলে ব্যাংকে নথিভুক্ত থাকা তাঁর মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে। টাকা তুলতে সেই ওটিপি ব্যবহার করতে হবে। অর্থাৎ, ব্যাংকের রাত্রিকালীন পরিষেবা হবে আরও সুরক্ষিত। যথারীতি পিন (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) ছাড়াও ওটিপি দ্বারা সুরক্ষিত থাকবে।
অর্থাৎ, রাতে এটিএমে গেলে সঙ্গে মোবাইল ফোনটি, যে নম্বর ব্যাংকে নথিভুক্ত আছে, অবশ্যই সঙ্গে রাখতে হবে। চার সংখ্যার ওটিপি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা ব্যবহার করতে হবে। কয়েক মুহূর্ত পরেই ওই ওটিপি বাতিল হয়ে যাবে। একটি লেনদেনের জন্যই আসবে ওটিপি। সেটিতেই শুধু ব্যবহার করা যাবে। ওই ওটিপি দ্বিতীয়বার কাজ করবে না। তবে, অন্য ব্যাংকের এটিএমের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই ব্যবস্থা। এসবিআইয়ের কোনও এটিএম কার্ড হোল্ডার যদি অন্য কোনও ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন, তাহলে সেইসব টাকা তোলার ক্ষেত্রেও এই পদ্ধতি প্রয়োগ হবে না। ব্যাংক জানিয়েছে, এই নতুন ব্যবস্থার জন্য ব্যাংকের পদ্ধতিতে বিশেষ কোনও পরিবর্তন করতে হবে না। অনলাইন লেনদেনের ক্ষেত্রে যেমন ওটিপি পাঠানো হয় গ্রাহককে, এটা তেমনই একটি ব্যবস্থা। গ্রাহকের মোবাইল নম্বর যদি ব্যাংকে নথিভুক্ত থাকে, তবে গ্রাহককেও এর জন্য নতুনভাবে কিছু করার প্রয়োজন নেই।
উল্লেখ্য, এটিএম থেকে টাকা তোলার পর গ্রাহকের নথিভুক্ত মোবাইল নম্বরে মেসেজ যায়। প্রতারণা হলে গ্রাহক ব্যাংককে অভিযোগ জানাতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যাংকের তখন আর কিছু করার থাকে না। তাই প্রতারণা এড়াতে এবার ওটিপি সুরক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.