Advertisement
Advertisement

এসবিআইয়ের গ্রাহকদের জন্য নতুন নিয়ম, চালু হচ্ছে ১ এপ্রিল থেকে

বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হচ্ছে।

SBI to implement new norms for customers from April 1

বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হচ্ছে।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 31, 2017 1:57 pm
  • Updated:December 23, 2019 3:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই গ্রাহকদের টাকা জমার ক্ষেত্রে নতুন নিয়ম আনার কথা জানিয়েছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অবশেষে আগামী শনিবার থেকেই গ্রাহকদের জন্য কার্যকর হতে চলেছে নতুন সেই নিয়মগুলি। টাকা জমা রাখার ক্ষেত্রে গ্রাম, শহর, মফঃস্বল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নিয়ম আনছে এসবিআই। এছাড়া টাকা তোলার ক্ষেত্রেও আসতে চলেছে নতুন নিয়ম।

[কার ‘পিরিয়ডস’ চলছে, জানতে ৭০ ছাত্রীর নগ্ন তল্লাশি স্কুলেই]

এক নজরে দেখে নিন সেই নিয়মগুলি কী কী:

Advertisement

মেট্রো শহরগুলিতে:
মেট্রোপলিটন শহরগুলিতে প্রতি অ্যাকাউন্টে রাখতে হবে অন্তত পাঁচ হাজার টাকা।না থাকলে দিতে হবে জরিমানা।

১. নূন্যতম ব্যালেন্স ২৫০০ টাকা থেকে ৪৯৯৯ টাকা থাকলে মাসে জরিমানা ৪০ টাকা। সেই সঙ্গে কাটা হবে সার্ভিস চার্জ।
২. নূন্যতম ব্যালেন্স ১২৫০ টাকা থেকে ২৪৯৯ টাকা থাকলে মাসে জরিমানা হবে ৭৫ টাকা + সার্ভিস চার্জ।
৩. নূন্যতম ব্যালেন্স ১২৫০ টাকার নিচে থাকলে জরিমানা হবে মাসে ১০০ টাকা + সার্ভিস চার্জ।

অপেক্ষাকৃত ছোট শহরগুলিতে:
অপেক্ষাকৃত ছোট শহরগুলিতে প্রতি অ্যাকাউন্টে রাখতে হবে অন্তত তিন হাজার টাকা।না থাকলে দিতে হবে জরিমানা।

১. নূন্যতম ব্যালেন্স ১৫০০ টাকা থেকে ২৯৯৯ টাকা থাকলে মাসে জরিমানা ৪০ টাকা। সেই সঙ্গে কাটা হবে সার্ভিস চার্জ।
২. নূন্যতম ব্যালেন্স ৭৫০ টাকা থেকে ১৪৯৯ টাকা থাকলে মাসে জরিমানা হবে ৬০ টাকা + সার্ভিস চার্জ।
৩. নূন্যতম ব্যালেন্স ৭৫০ টাকার নীচে থাকলে জরিমানা হবে মাসে ৮০ টাকা + সার্ভিস চার্জ।

মফঃস্বলে:
মফঃস্বলে প্রতিটি অ্যাকাউন্টে রাখতে হবে অন্তত দুই হাজার টাকা। না থাকলে দিতে হবে জরিমানা।

১. নূন্যতম ব্যালেন্স ১০০০ টাকা থেকে ১৯৯৯ টাকা থাকলে মাসে জরিমানা ২৫ টাকা। সেই সঙ্গে কাটা হবে সার্ভিস চার্জ।
২. নূন্যতম ব্যালেন্স ৫০০ টাকা থেকে ৯৯৯ টাকা থাকলে মাসে জরিমানা হবে ৫০ টাকা + সার্ভিস চার্জ।
৩. নূন্যতম ব্যালেন্স ৫০০ টাকার নিচে থাকলে জরিমানা হবে মাসে ৭৫ টাকা + সার্ভিস চার্জ।

গ্রামীণ এলাকায়:
গ্রামীণ এলাকায় প্রতিটি অ্যাকাউন্টে রাখতে হবে অন্তত এক হাজার টাকা। না থাকলে দিতে হবে জরিমানা।

১. নূন্যতম ব্যালেন্স ৫০০ টাকা থেকে ৯৯৯ টাকা থাকলে মাসে জরিমানা ২০ টাকা। সেই সঙ্গে কাটা হবে সার্ভিস চার্জ।
২. নূন্যতম ব্যালেন্স ২৫০ টাকা থেকে ৪৯৯ টাকা থাকলে মাসে জরিমানা হবে ৩০ টাকা + সার্ভিস চার্জ।
৩. নূন্যতম ব্যালেন্স ২৫০ টাকার নিচে থাকলে জরিমানা হবে মাসে ৫০ টাকা + সার্ভিস চার্জ।

[স্বল্প সঞ্চয়ে কমল সুদের হার]

এছাড়া টাকা তোলা বা জমা দেওয়ার ক্ষেত্রে আসতে চলেছে আরও কিছু নতুন নিয়ম:

১. মাসে তিনবার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে। কিন্তু তারপর যতবারই গ্রাহক টাকা জমা দেবেন, সঙ্গে ৫০ টাকা দিতে হবে।

২. এসবিআই গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএম থেকে পাঁচবার বিনামূল্যে লেনদেন করতে পারবেন। তার বেশি হলেই ১০ টাকা করে চার্জ কাটা হবে।

৩. এসবিআই গ্রাহকরা অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনবার বিনামূল্যে লেনদেন করতে পারবেন। তার বেশি হলেই ২০ টাকা করে চার্জ কাটা হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement