Advertisement
Advertisement

সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল এসবিআই 

নয়া নিয়মে কত হচ্ছে সুদের হার?

SBI slashes interest rate on savings account
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2017 9:22 am
  • Updated:July 31, 2017 12:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। সোমবার সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ০.৫ শতাংশ কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করে এসবিআই। ৩১ জুলাই, সোমবার থেকেই নয়া সুদের হার চালু করা হয়েছে। এক বিবৃতিতে এসবিআই জানিয়েছে, সেভিংস অ্যাকাউন্টে ১ কোটি টাকা পর্যন্ত সুদের হার ৪ শতাংশ থেকে কমে হচ্ছে ৩.৫ শতাংশ। ১ কোটি টাকার উপর সেভিংস অ্যাকাউন্টে সুদের হার থাকছে ৪ শতাংশ।

[মধ্যবিত্তের জন্য সুখবর, গৃহঋণে সুদের হার কমাল SBI]

Advertisement

উল্লেখ্য, নোট বাতিলের পর ব্যাঙ্কগুলিতে বিশাল অঙ্কের নগদ টাকা জমা পড়ে। যার ফলে এই সিদ্ধান্ত বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।এছাড়াও, নগদহীন লেনদেন বাড়িয়ে তুলতে RTGS ও NEFT-এর মতো নগদহীন বৈদ্যুতিন লেনদেন প্রক্রিয়ায় প্রায় ৭৫ শতাংশ খরচ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক।

[স্বল্প সঞ্চয়ে কমল সুদের হার]

উল্লেখ্য, মার্চ  মাসেই দীর্ঘমেয়াদি ও মাঝারি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার কমিয়েছিল এসবিআই।নতুন কাঠামো অনুযায়ী ২ থেকে ৩ বছরের মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার রাখা হয়েছিল ৬.২৫ শতাংশ। যা আগে ছিল ৬.৭৫ শতাংশ। একইভাবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সঞ্চয়ে সুদের হার ৭.২৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছিল ৬.৭৫ শতাংশ। তিন থেকে দশ বছরের মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার কমে দাঁড়িয়েছিল ৬.৫০ শতাংশ। তবে ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছিল। ১ বছর থেকে ৪৫৫ দিনের সঞ্চয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৬.৯০ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছিল।

[ক্ষুদ্রঋণে সুদের হার কমাল SBI, সস্তা হচ্ছে গাড়ি-বাড়ির ঋণ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement