সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহঋণের (Home loan interest) ক্ষেত্রে সুদের হার কমাল স্টেট ব্যাংক। পুজোর আগেই গৃহঋণ গ্রহীতাদের জন্য একগুচ্ছ উপহার ঘোষণা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (SBI)। এত দিন ৭৫ লাখ টাকার বেশি গৃহঋণ নিলে সুদ দিতে হত ৭.১৫ শতাংশ হারে। কিন্তু উৎসবের মাসে নতুন যে অফার স্টেট ব্যাংক দিচ্ছে তাতে যে কোনও অঙ্কের ঋণের ক্ষেত্রেই সুদের হার হবে ৬.৭ শতাংশ।
গ্রাহকরা ৪৫ বেসিস পয়েন্ট (বিপিএস) বাঁচাতে পারবেন। ব্যাঙ্কের ব্যাখ্যা, কেউ যদি ৩০ বছরের মেয়াদে ৭৫ লাখ টাকা ঋণ নেন, তবে ৮ লক্ষাধিক টাকা সুদ কম দিতে হবে। আর ঋণের জন্য প্রসেসিং ফি বাবদ কিছুই দিতে হবে না।
পাশাপাশি, যাঁরা বেতনভোগী তাঁদের তুলনায় বেশি সুদ দিতে হত চাকরি করেন না এমন গ্রাহকদের। নতুন অফারে সেই ফারাকটাও থাকছে না। সকলেই ৬.৭ শতাংশ হারে সুদের সুযোগ নিতে পারবেন।
স্টেট ব্যাংকের অন্যতম ম্যানেজিং ডিরেক্টর (রিটেল অ্যান্ড ডিজিটাল ব্যাঙ্কিং) সি এস শেট্টি জানিয়েছেন, “সাধারণত, সুদে ছাড়ের হার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণের জন্য প্রযোজ্য এবং ঋণগ্রহীতার পেশার সঙ্গেও যুক্ত থাকে। কিন্তু এ বার গ্রাহকের পেশা যাই হোক না কেন, যে পরিমাণ ঋণই নিক না কেন, সবাইকে ৬.৭ শতাংশ হারে সুদের সুযোগ দেওয়া হচ্ছে।”
দেখে নিন একনজরে:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.