Advertisement
Advertisement

কেন্দ্রের আর্জি সত্ত্বেও জরিমানার পক্ষেই এসবিআই

নিয়ম প্রত্যাহারের আর্জি জানিয়েছিল কেন্দ্র৷ যদিও শেষমেশ জরিমানার পক্ষেই সওয়াল করল এসবিআই৷

SBI Sites reasons Justifing Penalty
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 9, 2017 3:37 am
  • Updated:March 9, 2017 3:37 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহকদের অস্বস্তি বাড়িয়ে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার ফরমান দিয়েছিল এসবিআই৷ তা না হলে পড়তে হবে জরিমানার মুখে৷ বিপুল সংখ্যক গ্রাহকের কথা মাথায় রেখেই এই নিয়ম প্রত্যাহারের আর্জি জানিয়েছিল কেন্দ্র৷ যদিও শেষমেশ জরিমানার পক্ষেই সওয়াল করল এসবিআই৷

৬৯ বছর ধরে বিনামূল্যে প্রসূতিদের চিকিৎসা করছেন ইনি

নোট বাতিলের পর থেকে কেন্দ্রীয় ব্যাঙ্কের একাধিক নিয়ম বদলে এমনিতেই বিপাকে পড়েছিলেন সাধারণ মানুষ৷ সে পরিস্থিতি যখন সবে স্বাভাবিকতা ফিরে পাচ্ছে, ঠিক তখনই ব্যাঙ্কগুলি নয়া নিয়ম চালু করছে৷ প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলি এখনই লেনদেনের উপর বাড়তি চার্জ ধার্জ করেছে৷ একই পথে হেঁটেছে এসবিআইও৷ শহরের অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ৫০০০ টাকা রাখার কথা বলা হয়েছিল৷ যদিও মফস্বল ও গ্রামের অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়ম আলাদা৷ এই নিয়মই তুলে নেওয়ার আর্জি জানিয়েছিল কেন্দ্র৷ কিন্তু এদিন ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হল, সরকারি তরফে এখনও আনুষ্ঠানিকভাবে তাদের কাছে কোনও আবেদন জানানো হয়নি৷ তবে ন্যূনতম ব্যালেন্স ও জরিমানার পক্ষেই ব্যাঙ্ক৷ কেননা, জনধন অ্যাকাউন্ট চালাতে যথেষ্ট খরচ করতে হয় তাদের৷ এছাড়া এটিএমে টাকা নিয়ে যাওয়া, ভরা, নিরাপত্তা খাতেও ব্যাঙ্কের নিজস্ব ব্যয় আছে৷

Advertisement

ছেলে ‘দেশদ্রোহী’, জঙ্গি সইফুল্লাহর লাশ নিতে অস্বীকার বাবার

এসবিআই চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য জানাচ্ছেন, তাঁদের সমীক্ষা অনুযায়ী বেশিরভাগ নাগরিক গ্রাহকই অ্যাকাউন্টে ৫০০০ টাকা রাখেন৷ তাহলে তাঁদের জরিমানার কোনও ভয় নেই৷ এছাড়া নিজস্ব এটিএম ও অন্যান্য ব্যাঙ্কের এটিএমে টাকা তোলার ক্ষেত্রেও গ্রাহকদের অনেকটা ছাড় দেওয়া হচ্ছে৷ প্রায় প্রতিটি ব্যাঙ্কেই ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হয়৷ একমাত্র এসবিআই তা তুলে দিয়েছিল৷ আবার তা ফিরে আসছে৷ ব্যাঙ্কের ব্যাখ্যা, সাধারণভাবে গৃহস্থের চারবারের বেশি টাকা তোলার দরকার হয় না৷ দরকার পড়ে ব্যবসায়ীদের৷ সেক্ষেত্রে নেট ব্যাঙ্কিংয়ের উপরই জোর দেওয়া হচ্ছে৷

বিনামূল্যে গ্যাস পেতেও এবার বাধ্যতামূলক আধার

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement