এরপর প্রশ্ন ওঠে যাঁদের সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) রয়েছে, তাঁরা সকলেই কি এই সুবিধা পাবে? এ বিষয়ে এসবিআই জানিয়েছে, সবরকমের সেভিংস অ্যাকাউন্টেই এই দুই সুবিধা মিলবে। পাশাপাশি যে সব গ্রাহক সেভিংস অ্যাকাউন্টে বেশি টাকা রাখেন, তাঁদের জন্য বিনা খরচে এটিএম থেকে টাকা তোলার বাড়তি সুবিধা থাকবে। যাঁদের অ্যাকাউন্টে সব সময় এক লক্ষ টাকার বেশি ব্যালেন্স থাকে, তাঁরা বিনা খরচে প্রতি মাসে এটিএম লেনদেনের সুবিধা পান।
প্রসঙ্গত, কয়েক বছর আগে নয়া নিয়ম চালু করে এসবিআই। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার তিনটি ভাগ চালু করেছিল ব্যাংক কর্তৃপক্ষ। সেই নিয়ম অনুযায়ী, মেট্রো ও শহরাঞ্চলে ৩ হাজার টাকা, উপশহরাঞ্চলে ২ হাজার টাকা এবং গ্রামীন এলাকার শাখার অ্যাকাউন্টে ১ হাজার টাকা মাসিক গড় ব্যালেন্স রাখতে হত। না থাকলে মেট্রো এবং শহরাঞ্চলে ১০ থেকে ১৫ টাকা, সেমি আর্বান অঞ্চলে সাড়ে সাত টাকা থেকে ১২ টাকা ও গ্রামাঞ্চলে ৫ টাকা থেকে ১০ টাকা চার্জ ও জিএসটি দিতে হত। এখন থেকে আর কোনও চার্জই দিতে হবে না। হিসেব বলছে, এর ফলে ব্যাংকের ৪৪ কোটি গ্রাহক স্বস্তি পাবেন।
২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।
চোখ রাখুন