Advertisement
Advertisement

Breaking News

Electoral Bonds

আরটিআই আইনের অধীনে ইলেক্টোরাল বন্ডের সম্পূর্ণ তথ্য প্রকাশে নারাজ SBI

২১ মার্চ সমস্ত তথ্য কমিশনকে জমা দিয়েছিল এসবিআই।

SBI refuses to disclose electoral bonds' details under RTI Act
Published by: Biswadip Dey
  • Posted:April 11, 2024 6:46 pm
  • Updated:April 11, 2024 6:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনকে দেওয়া ইলেক্টোরাল বন্ডের (Electoral Bonds) বিস্তারিত তথ্য আরটিআই আইনের অধীনে প্রকাশ করতে অস্বীকার করল এসবিআই (SBI)। তবে রেকর্ডটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ্যে রয়েছে। স্টেট ব্যাঙ্কের দাবি, এটি ব্যক্তিগত তথ্য রাখার প্রতিশ্রুতি অনুযায়ী নিরাপদে রাখা হয়েছে।

প্রসঙ্গত, বহু বিতর্কের পর প্রকাশ্যে এসেছে ইলেক্টোরাল বন্ডের তথ্য। কিন্তু তার আগে সুপ্রিম কোর্টের তোপে পড়তে হয় এসবিআইকে। দেখা যায়, বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও সমস্ত তথ্য প্রকাশ করছে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। তাই সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত (Supreme Court)। অবশেষে ২১ মার্চ সমস্ত তথ্য জমা দিয়েছিল এসবিআই।

Advertisement

উল্লেখ্য, লোকেশ বাত্রা নামে এক ব্যক্তি আরটিআইয়ের মাধ্যমে এসবিআইকে ডিজিটাল মাধ্যমে ইলেক্টোরাল বন্ডের সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে বলেন। কিন্তু দুটি কারণ দেখিয়ে সেই তথ্যপ্রকাশে অস্বীকার করল স্টেট ব্যাঙ্ক। জানিয়ে দিল তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি ও ব্যক্তিগত তথ্য গোপন রাখার নিয়ম অনুযায়ী এই তথ্য প্রকাশ করা যাবে না।

[আরও পড়ুন: অবসর সুপ্রিম বিচারপতি অনিরুদ্ধ বোসের, ‘বাঙালি ভদ্রলোকে’র মেধায় মুগ্ধ প্রধান বিচারপতি]

সেই সঙ্গে বাত্রার আরও আর্জি ছিল, এসবিআই তাদের হয়ে মামলা লড়ার জন্য হরিশ সালভেকে কত টাকা দিয়েছিল সেটাও জানানো হোক। কিন্তু স্টেট ব্যাঙ্ক সেই তথ্যও দেয়নি। জানিয়ে দিয়েছে, সালভের রোজগার করা অর্থ যেহেতু করের আওতায় তাই তা জানানো যাবে না। এদিকে বাত্রা এসবিআইয়ের উত্তরে বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, যেখানে সব তথ্যই কমিশনের ওয়েবসাইটে রয়েছে, সেখানে তা প্রকাশ কেন করতে চাইছে না এসবিআই!

[আরও পড়ুন: ভারত-সহ ৯২ দেশে স্প্যাইওয়ার হামলার আশঙ্কা, সতর্কবার্তা অ্যাপেলের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement