ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি SBI এর গ্রাহক? তাহলে সোমবার, ১৫ জুলাই থেকে আপনার সংসার খরচ আরও বেড়ে গেল। কারণ ফের গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ কিনা চলতি মাস থেকেই বাড়ছে SBI গ্রাহকদের গাড়ি ও বাড়ি ঋণের ইএমআই। স্বাভাবিকভাবেই আরও চাপে মধ্যবিত্ত।
গতকাল অবধি এসবিআইয়ের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বা MCLR ছিল ৫ বেসিস পয়েন্ট। সোমবার থেকে থেকে তা ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। এই এমসিএলআরের উপরেই নির্ভর করে গাড়ি, বাড়ি-সহ অন্যান্য বেশ কিছু ঋণের সুদের হার। এই কারণেই গ্রাহকদের ইএমআই বাড়তে চলেছে।
প্রসঙ্গত, এদিন এমসিএলআর বৃদ্ধির খবর নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে এসবিআই কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, তিন মাস থেকে তিন বছরের মেয়াদি এমসিএলআরে সুদের হার ০.১০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে এবার থেকে। গ্রাহকদের সুদের পরিমাণের উপরে নির্ভর করছে ইএমআইয়ের ঘাড়ে বাড়তি কতখানি বোঝা চাপতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.