Advertisement
Advertisement

Breaking News

এই ব্যাংকগুলিতে অ্যাকাউন্ট রয়েছে? নতুন বছরে বাতিল হতে পারে ডেবিট কার্ড!

ব্যাপারটা কী?

SBI, PNB, HDFC, ICICI Banks to block ATM cards from 1st January 2020
Published by: Bishakha Pal
  • Posted:December 30, 2019 7:19 pm
  • Updated:December 30, 2019 9:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকে লাইন দিয়ে টাকা তোলার দিন শেষ। সবারই এখন ভরসা এটিএম। শুধু টাকা তোলা? এখন জিনিস কেনার ক্ষেত্রেও ডেবিট কার্ড ব্যবহার করেন অধিকাংশেরও বেশি মানুষ। এমন গুরুত্বপূর্ণ একটি কার্ড যদি দু’দিন পর বাতিল হয়ে যায়, তাহলে? নিঃসন্দেহে মাথায় হাত পড়ার জোগাড়। কিন্তু সত্যিই এমন ঘটনা ঘটতে চলেছে। এ বছর ৩১ ডিসেম্বরের পর SBI, PNB, HDFC, ICICI-সহ অনেক ব্যাংকের ডেবিট কার্ড বাতিল হতে চলেছে।

রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, ভারতের সমস্ত ব্যাংকের ডেবিট কার্ড ম্যাগনেটিক হওয়া অবশ্যম্ভবী। যদি আপনার কার্ডে EMV না থাকে, বা আপনার ডেবিট কার্ড মাস্টারকার্ড বা ভিসা কার্ড না হয়, তাহলে ১ জানুয়ারি থেকে সেই কার্ড চলবে না। এই সমস্ত কার্ড ম্যাগনেটিক ডেবিট কার্ডের সঙ্গে রিপ্লেস করতে হবে।

Advertisement

[ আরও পড়ুন: CAA প্রতিবাদে আটক আন্দোলনকারীদের আইনি সহায়তা দেবে কংগ্রেস ]

কীভাবে অনলাইনে EVM চিপ কার্ডের আবেদন করবেন?

  • আপনার ব্যাংকের নেট ব্যাংকিং সাইটে যান।
  • তারপর আপনার অ্যাকাউন্টে লগ-ইন করুন।
  • e-Services সেকশন থেকে ATM Card Services সিলেক্ট করুন।
  • এবার Request ATM/Debit Card অপশনে ক্লিক করুন।
  • এরপর নিজের অ্যাকাউন্ট নম্বর, নাম, কার্ডের টাইপ লিখে terms and conditions অ্যাকসেপ্ট করুন ও সাবমিট করুন।
  • আপনার আবেদন নেওয়ার জন্য একটি OTP আসবে বা প্রোফাইলের পাসওয়ার্ড পুনরায় টাইপ করতে বলা হবে।
  • যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনি OTP অপশন নিতে পারেন।
  • এরপর আপনার সমস্ত তথ্য ভেরিফাই করে সাবমিট করুন।
  • এবার আপনার আবেদন নথিভুক্ত হয়ে যাবে। কনফর্মেশন মেসেজও পেয়ে যাবেন আপনি।
  • আপনার কার্ড এরপর আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে। তবে এক্ষেত্রে বিস্তারিত জানতে আপনি নির্দিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

[ আরও পড়ুন: চেম্বারে রাধা-কৃষ্ণের ছবি, ডাক্তারকে ‘নিল ডাউন’ করিয়ে শাস্তি বজরং দলের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement