সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহঋণ (Home Loan) গ্রহীতাদের জন্য সুখবর। গৃহ ঋণের সুদের হারে ছাড় দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। ছাড় মিলবে প্রসেসিং ফি-তেও। সোমবারই এই ঘোষণা করল ব্যাংক কর্তৃপক্ষ। তবে নির্দিষ্ট সময় পর্যন্ত শর্তসাপেক্ষে মিলবে এই সুবিধা।
এসবিআই সূত্রে খবর, গৃহঋণের ক্ষেত্রে ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ ৭৫ লক্ষ টাকা ঋণের ক্ষেত্রে বর্তমানে সুদ দিতে হবে ৬.৭০ শতাংশ হারে। ৭৫ লক্ষ টাকার বেশি গৃহঋণ নিলে সুদ (Interest Rate) দিতে হবে ৬.৭৫ শতাংশ হারে। তবে এই অফার মিলবে চলতি বছরে ৩১ মার্চ পর্যন্ত। সুদের হারে ছাড় দেওয়ার পাশাপাশি ঋণের প্রসেসিং চার্জেও ১০০ শতাংশ ছাড় দিল ব্যাংক।
এসবিআইয়ের তরফ জানানো হয়েছে, ঋণগ্রহীতার সিবিল স্কোর এবং ঋণের অ্ংকের উপর নির্ভর করবে। ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এসবিআইয়ের ইয়নো অ্যাপ (YONO App) থেকে আরজি জানালে গৃহঋণের সুদের উপর ৫ বেসিস পয়েন্ট ছাড় পাওয়া যাবে। মহিলাদের জন্যও বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। জানানো হয়েছে, আন্তর্জাতিক মহিলা দিবসের প্রাক্কালে মহিলা ঋণগ্রহীতাদের অতিরিক্ত ৫ বেসিস পয়েন্ট ছাড় দেওয়া হবে।
এসবিআইয়ের পদস্থ কর্তা সালোনি নারায়ণ জানিয়েছেন, “গ্রাহকরা স্বচ্ছতার জন্যই আমাদের উপর বিশ্বাস রাখে। ছাড় দেওয়ার পর আমাদের গৃহঋণের সুদের হারই বাজারে সর্বশ্রেষ্ঠ।” ওয়াকিবহাল মহল বলছে, লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়েছিল জমি-বাড়ির বিকিকিনি। ঋণ নেওয়ার পরিমাণও কমছিল। নতুন বছরের শুরু থেকে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তাই আমজনতাকে গৃহঋণ নিতে উৎসাহিত করতে নয়া পদক্ষেপ করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.