Advertisement
Advertisement

Breaking News

SBI

উৎসবের মরশুমে স্বস্তি মধ্যবিত্তের, সুদের হার কমাল SBI

গত ১৫ সেপ্টেম্বর থেকে স্টেট ব‌্যাঙ্ক তাদের ঋণের বেস রেট ১০.৪০ শতাংশ কার্যকর করেছে।

SBI lowers lending interest rate by 25 basis points on this tenure

ফাইল চিত্র।

Published by: Biswadip Dey
  • Posted:October 16, 2024 9:00 am
  • Updated:October 17, 2024 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদের হার কম করল স্টেট ব‌্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। আগের থেকে ঋণে প্রতি একশো টাকায় এই সুদ কমের পরিমাণ ২৫ পয়সা। দেশের বৃহত্তম ঋণদাতা ব‌্যাঙ্ক উত্সবের মরশুমে আগে তহবিল-ভিত্তিক ঋণের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এক মাসের মেয়াদে কমানো হয়েছে এই সুদের হার। ফলে ঋণ বাবদ উৎসবের মরশুমে কিছুটা হলেও স্বস্তি মিলবে মধ‌্যবিত্তের।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশিত তথ্য অনুসারে, তাদের ফান্ডভিত্তিক ঋণের হারে এক মাসের মার্জিনাল কস্ট ৮.৪৫ শতাংশ থেকে কমিয়ে ৮.২০ শতাংশ করা হয়েছে। পরিবর্তিত এই হার, ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। যে সমস্ত গ্রাহক এমসিএলআর ভিত্তিতে ঋণ নিয়েছেন তাঁরা সকলেই এসবিআই-এর তরফে এই সুবিধা পাবেন। গত ১৫ সেপ্টেম্বর থেকে স্টেট ব‌্যাঙ্ক তাদের ঋণের বেস রেট ১০.৪০ শতাংশ কার্যকর করেছে।

Advertisement

এমসিএলআর-ভিত্তিক ঋণের উপর সুদের হারগুলি পর্যালোচনা করে বর্তমানে তা ৮.২০ শতাংশ থেকে ৯.১ শতাংশ পর্যন্ত রেখেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্টেট ব‌্যাঙ্কের তরফে জানানো হয়েছে ঋণগ্রাহকের সিবিল স্কোরের উপর নির্ভর করে বাড়ি কেনার জন‌্য ঋণের অর্থে সুদের অঙ্ক ৮.৫ শতাংশ থেকে ৯.৬৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement