ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদের হার কম করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। আগের থেকে ঋণে প্রতি একশো টাকায় এই সুদ কমের পরিমাণ ২৫ পয়সা। দেশের বৃহত্তম ঋণদাতা ব্যাঙ্ক উত্সবের মরশুমে আগে তহবিল-ভিত্তিক ঋণের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এক মাসের মেয়াদে কমানো হয়েছে এই সুদের হার। ফলে ঋণ বাবদ উৎসবের মরশুমে কিছুটা হলেও স্বস্তি মিলবে মধ্যবিত্তের।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশিত তথ্য অনুসারে, তাদের ফান্ডভিত্তিক ঋণের হারে এক মাসের মার্জিনাল কস্ট ৮.৪৫ শতাংশ থেকে কমিয়ে ৮.২০ শতাংশ করা হয়েছে। পরিবর্তিত এই হার, ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। যে সমস্ত গ্রাহক এমসিএলআর ভিত্তিতে ঋণ নিয়েছেন তাঁরা সকলেই এসবিআই-এর তরফে এই সুবিধা পাবেন। গত ১৫ সেপ্টেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক তাদের ঋণের বেস রেট ১০.৪০ শতাংশ কার্যকর করেছে।
এমসিএলআর-ভিত্তিক ঋণের উপর সুদের হারগুলি পর্যালোচনা করে বর্তমানে তা ৮.২০ শতাংশ থেকে ৯.১ শতাংশ পর্যন্ত রেখেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ঋণগ্রাহকের সিবিল স্কোরের উপর নির্ভর করে বাড়ি কেনার জন্য ঋণের অর্থে সুদের অঙ্ক ৮.৫ শতাংশ থেকে ৯.৬৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.