Advertisement
Advertisement

Breaking News

State Bank of India

ফের ঋণে সুদের হার বাড়াল স্টেট ব্যাংক, কাঠগড়ায় মোদি সরকারের দিশাহীন অর্থনীতি

ফের দাম বাড়বে পেট্রোপণ্যের, অনুমান বিশেষজ্ঞদের।

SBI hikes interest rate, opposition slams Modi government | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:July 15, 2022 12:01 pm
  • Updated:July 15, 2022 12:01 pm  

নয়াদিল্লি: ফের সুদের হার বৃদ্ধি করল রাষ্ট্রায়ত্ত স্টেট ব‌্যাংক অফ ইন্ডিয়া (SBI)। গত ১৪ জুন ফ্লোটিং রেটে নেওয়া ঋণের উপর সুদের হার (Interest Rate) বৃদ্ধি করে এসবিআই। এবার ১৪ জুলাই ফের বাড়ল মার্জিনাল কস্ট অফ ফান্ডবেসড লেন্ডিং রেট বা এমসিএলআর। চলতি কথায় যা পরিবর্তনশীল সুদের হার বা ফ্লোটিং ইন্টারেট হিসাবে পরিচিত।

রিজার্ভ ব‌্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধির পর স্টেট ব‌্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব‌্যাংক ঋণের উপর সুদের হার বৃদ্ধি করেছে। এক মাসের মধ্য়ে দ্বিতীয়বার সুদের হার বাড়িয়েছে এসবিআই। শুক্রবার থেকেই এই নতুন হার কার্যকর হচ্ছে। ব‌্যাংকের তরফে জানানো হয়েছে, একেক মেয়াদের ঋণের একেক হারে বেড়েছে সুদের পরিমাণ।

Advertisement

[আরও পড়ুন: ‘কেন্দ্র দুই সন্তান নীতি আনলে কোনওভাবেই সমর্থন নয়’, মন্তব্য আসাদউদ্দিন ওয়েইসির]

তিন মাস পর্যন্ত মেয়াদে যে ঋণ নেওয়া হয়েছে সেইগুলিতে ৭.০৫ শতাংশের বদলে দিতে হবে ৭.১৫ শতাংশ হারে সুদ। ছয় মাসের মেয়াদের ঋণে সুদের হার ৭.৩৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৭.৪৫ শতাংশ। একবছরের মেয়াদের ঋণের সুদ দিতে হবে ৭.৪ শতাংশের বদলে ৭.৫ শতাংশ। দু’বছরের মেয়াদের ঋণে সুদের হার ৭.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৮ শতাংশ। এই সুদের হার বর্তমান ঋণগ্রাহক থেকে শুরু করে নতুন ঋণগ্রাহক, সকলের ক্ষেত্রেই কার্যকর হবে বলে ব‌্যাংকের তরফে জানানো হয়েছে।

সাম্প্রতিককালে আইসিআইসিআই ব‌্যাংক, এইচডিএফসি, কানাড়া ব‌্যাংক, ব‌্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব‌্যাংক-সকলেরই এমসিএলআর-এর হার (Interest Rate Hike) বৃদ্ধি করেছে। এদিকে, এখন এক মার্কিন ডলার কিনতে গেলে আপনাকে গুনতে হবে ৭৯.৯০ টাকা। স্বভাবতই ভারতীয় টাকার লাগাতার অবমূল্যায়নের জন্য মোদী সরকারের দিশাহীন অর্থনীতিকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। অর্থনীতির কারবারিরাও এই নেতিবাচক ট্রেন্ডে বড় বিপদের আভাস পাচ্ছেন। তাঁদের আশঙ্কা, এবার আবার পেট্রোল-ডিজেলের দাম বাড়তে চলেছে।

[আরও পড়ুন: সংসদ চত্বরে কোনওরকম ধরনা-বিক্ষোভ নয়! বাদল অধিবেশনের আগে নয়া ‘ফরমান’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement