Advertisement
Advertisement

উৎসবের মুখে এসবিআইয়ের নয়া ঘোষণায় বাড়ছে গ্রাহক বিড়ম্বনা

জরুরি প্রয়োজনে সমস্যায় পড়বেন বহু গ্রাহক৷

SBI halves daily ATM cash withdrawal limit to Rs 20,000
Published by: Kumaresh Halder
  • Posted:October 1, 2018 1:51 pm
  • Updated:October 1, 2018 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মুখে গ্রাহকদের দুঃসংবাদ শোনাল এসবিআই৷ নগদ লেনদেনে লাগাম টানতে এটিএম থেকে টাকা তোলার উপর বিধিনিষেধ কার্যকর করতে চলেছে এসবিআই৷ সোমবার স্টেটে ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এটিএম থেকে দৈনিক ৪০ হাজারের পরিবর্তে ২০ হাজার টাকা তুলতে পারবেন গ্রাহকরা৷ আগামী ৩১ অক্টোবর থেকে কার্যকর হবে নয়া নির্দেশ৷

[ফের দাম বাড়ল রান্নার গ্যাসের, মহার্ঘ -পেট্রল-ডিজেল-কেরোসিনও]

কিন্তু কেন এই সিদ্ধান্ত? সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মূলত নগদ লেনদেনে লাগাম টানতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও ব্যাংক কর্তৃপক্ষের যুক্তি, এটিএম সংক্রান্ত অনিয়ম ও জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ৷ কিন্তু প্রশ্ন উঠছে, এটিএম জালিয়াতি রুখতে নগদ তোলার উপর কেন বিধিনিষেধ জারি হল? অনিয়ম রুখতে এটিএমগুলিতে কেন বাড়ানো হল না প্রযুক্তি? ব্যাংক কর্তৃপক্ষের দুর্বলতার দায় কেন চাপানো হচ্ছে গ্রাহকদের উপর? এমনিতেই, এটিএম থেকে টানা তুলতে গেলে শর্তসাপেক্ষে বাড়তি টাকা গুনতে হয় গ্রাহকদের৷ কিন্তু, অতিরিক্ত টাকা গোনা সত্ত্বেও কেন এটিএমের লিমিট বেধে দেওয়ার হবে? তা নিয়েও ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে৷ কেননা, দুর্গাপুজোর পরই আসছে দীপাবলি৷ তারপর বড়দিন ও নতুন বছরের উৎসব৷ ফলে, উৎসবের দিনগুলিতে কিছুটা হলেও বাড়ে নগদের জোগান৷ খবচও বাড়ে৷ কিন্তু, নয়া নির্দেশ কার্যকর হলে উৎসবের মুখে কিংবা জরুরি প্রয়োজনে আগামী মাস থেকে ২০ হাজার টাকার বেশি এটিএম থেকে টাকা তুলতে পাবেন না গ্রাহকরা৷

Advertisement

[বড় সাফল্য ইডির, বাজেয়াপ্ত নীরব মোদির ৬৩৭ কোটির সম্পত্তি]

নোটবন্দির পরবর্তী সময় থেকে ডিজিটাল ব্যাংকিংয়ের উপর গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্তু, নোটবন্দির প্রায় দু’বছর হতে চললেও এখনও সেভাবে বৃদ্ধি পায়নি ডিজিটাল লেনদন৷ কেননা, অনলাইন লেনদেনে প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় বহু গ্রাহকেরই মনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে অনীহা রয়েছে৷ পর্যবেক্ষক মহলের মতে, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি ও এটিএম জালিয়াতি রুখতে আরও উন্নত প্রযুক্ত বসাক কর্তৃপক্ষ৷ গ্রাহকদর সঞ্চয়ের অর্থ সুরক্ষিত করার পর নগদ লেনদেনে বিধিনিষেধ চাপাক এসবিআই কর্তৃপক্ষ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement