সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্ত গ্রাহকদের ধাক্কা দিয়ে এবার ‘ফিক্সড ডিপোজিট’ বা মেয়াদি সঞ্চয়ে সুদের হার কমল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার, এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্কটি।
[সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল এসবিআই ]
এদিন এসবিআই-র তরফে জানানো হয়, ফিক্সড ডিপোজিটের সুদের হার ২৫ বেসিক পয়েন্টস কমানো হয়েছে। মানে এবার থেকে এক বছর পর্যন্ত মেয়াদি সঞ্চয়ে সুদের হার ৬.৫০ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬.২৫ শতাংশে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও ৭.০০ শতাংশ থেকে কমিয়ে সুদের হার ধার্য করা হয়েছে ৬.৭৫ শতাংশ। ১ নভেম্বরের অর্থাৎ বুধবার থেকেই এই নয়া সুদের হার চালু হবে। অর্থনীতিবিদরা মনে করছেন, এসবিআই-র দেখানো পথেই হাঁটবে অন্যান্য ব্যাঙ্কগুলি। নোটবাতিলের পর ব্যাঙ্কগুলিতে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি হওয়াতে এই সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। তবে স্বল্প বা দীর্ঘমেয়াদি সঞ্চয়ে সুদের হারের সঙ্গে পাল্লা দিয়ে ঋণের উপর ধার্য সুদের হারও কমিয়ে চলেছে বিভিন্ন ব্যাঙ্ক।
উল্লেখ্য, গত মে মাসে দীর্ঘমেয়াদি ও মাঝারি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার কমিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেবারে ২ থেকে ৩ বছরের মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার ধার্য করা হয়েছিল ৬.২৫ শতাংশ। যা আগে ছিল ৬.৭৫ শতাংশ। একইভাবে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সঞ্চয়ে সুদের হার ৭.২৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছিল ৬.৭৫ শতাংশ। এসবিআই-র এই নয়া সিদ্ধান্তে কিছুটা হলেও বিপাকে পড়তে চলেছেন মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকরা। ব্যাঙ্কে রাখা সঞ্চিত অর্থের সুদের উপর অনেকেই দিন গুজরান করেন। সেক্ষেত্রে চাপের মুখে পড়তে হতে পারে তর।
[সুদের হার কমাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.