Advertisement
Advertisement

Breaking News

২৫ হাজার টাকা লিমিটের ক্রেডিট কার্ড আনছে SBI

ব্যাঙ্ক তো বটেই, নতুন ক্রেডিট কার্ড মিলবে বিগ বাজারেও...

SBI Cards to launch Rs 25,000 limit cards soon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 5:02 pm
  • Updated:May 24, 2023 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রেডিট কার্ড সম্পর্কে এখনও বহু মানুষের স্পষ্ট ধারণা নেই৷ আম জনতার মনে ক্রেডিট কার্ড নিয়ে বহু প্রশ্ন, জিজ্ঞাসা, ভয় লুকিয়ে থাকে৷ সেই সব ভীতি কাটিয়ে, একেবারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের হাতে ক্রেডিট কার্ড পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই৷ এসবিআই বাজারে আনছে এক নয়া ক্রেডিট কার্ড, যার ঊর্ধ্বসীমা হবে ২৫ হাজার টাকা৷ অর্থাৎ, ওই কার্ড ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করা যাবে৷ পড়ে ব্যাঙ্ককে সেই টাকা মিটিয়ে দিলেই চলবে৷ এই কার্ড হাতে পেতে বেশি রোজগার, বেতনের দরকার নেই৷ দরকার নেই কারও সুপারিশ বা কার্ড মারফত লেনদেনের ইতিহাস৷

এসবিআই কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিসের চিফ এক্সিকিউটিভ অফিসার বিজয় জাসুজা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিছু না কিছু করে টাকা সঞ্চিত থাকে৷ তাঁদের কথা ভেবে স্বল্প উর্ধ্বসীমার কোনও ক্রেডিট কার্ড কেন বাজারে থাকবে না? মানুষের টাকা খরচ করতে অসুবিধা হয় না, কিন্তু অনেকের কাছেই ডেবিট বা ক্রেডিট কার্ড নেই৷ তাই আগামী ২-৩ মাসের মধ্যে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য নতুন ক্রেডিট কার্ড নিয়ে আসবে এসবিআই৷ প্রধানমন্ত্রী দেশজুড়ে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করার পর থেকে এখনও পর্যন্ত প্লাস্টিক কার্ডের ব্যবহার ২০-২৫ শতাংশ বেড়ে গিয়েছে বলেও জানিয়েছেন বিজয় জাসুজা৷ যাঁরা ক্যাশলেস লেনদেন করতে পারছেন না, মূলত তাঁদের জন্যই বাজারে আনা হচ্ছে এই নতুন কার্ড৷

Advertisement

নয়া ক্রেডিট কার্ড হাতে পাওয়াও খুব সহজ হবে বলে জানিয়েছেন তিনি৷ কার্ড প্রসেসিং-এর সময় যতটা সম্ভব কমিয়ে আনা হচ্ছে৷ পাশাপাশি, বড় বড় শপিং মল যেমন বিগ বাজার, প্যান্টালুনসেও এসবিআইয়ের কর্মীরা দাঁড়িয়ে থাকবেন ওই ক্রেডিট কার্ড গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার জন্য৷ এই ক্রেডিট কার্ড হাতে পেতে গ্রাহকদের অ্যাকাউন্টে অনেক টাকা থাকা বাধ্যতামূলক নয়৷ এমনকী, কারও আয় বেশি না হলেও তিনি এই কার্ড পেতে পারেন, জানিয়েছে এসবিআই৷ যাঁদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, তাঁরাও এই কার্ড হাতে পেতে পারেন৷ আবেদন করার ২-৩ দিনের মধ্যে গ্রাহকরা পেয়ে যাবেন ওই নতুন ক্রেডিট কার্ড৷ এতদিন দেশের ৮০ শতাংশ মানুষ নগদে লেনদেন করতেন, প্লাস্টিক কার্ড ব্যবহার করতেন মাত্র ২০ শতাংশ মানুষ৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের পর সেই ছবিটা উল্টে যাবে বলে মনে করছেন বিজয় জাসুজা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement