সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপজ্জনক অবস্থায় একটানা দু’মাস একটি সাভার্রে পড়ে ছিল ‘এসবিআই কুইক’ পরিষেবার সমস্ত তথ্য৷ ওই সার্ভারে দেওয়া ছিল না কোনও পাসওয়ার্ড৷ ছিল না নিরপত্তার যথাযথ ব্যবস্থা৷ ফলে ফাঁস হয়ে যেতে পারে লক্ষ লক্ষ গ্রাহকের অ্যাকাউন্টের গোপন তথ্য৷ সম্প্রতি এমন আশঙ্কা করেই একটি রিপোর্ট পেশ করেছে মার্কিন সংস্থা ‘টেকক্রাঞ্চ’। রিপোর্টে সংস্থাটি জানিয়েছে, সার্ভারে কোনও পাসওয়ার্ড না থাকার ফলে এসবিআই-এর কয়েক লক্ষ্য গ্রাহকের অ্যাকাউন্ট ব্যালেন্স ডিটেলস, ফোন নম্বর, পাসওয়ার্ড-সহ একাধিক তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। যদিও স্টেট ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ওই সার্ভারে যথাযথ পাসওয়ার্ড সেট করেছেন তাঁরা৷ ফলে আর তথ্য ফাঁসের কোনও সম্ভবনা থাকছে না৷
[১৪টি বিড়াল এবং সাতটি কুকুরের দেহ উদ্ধার, বিষ দিয়ে খুন! ]
কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বললেও, একেবারে সেই আশঙ্কা উড়িয়ে দিতে নারাজ সাইবার বিশেষজ্ঞরা৷ তাঁদের দাবি, সম্ভবত অনেকটাই দেরি হয়ে গিয়েছে৷ এতক্ষণের মধ্যে হ্যাকাররা তথ্য চুরি করে নিয়েছেন৷ যেকোনও সময় গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে মোটা অংকের টাকা গায়েব হয়ে যেতে পারে। কী এই টেকক্রাঞ্চ? জানা গিয়েছে, এই সংস্থাটি তথ্য-প্রযুক্তি সংক্রান্ত খবর প্রকাশ করে। কয়েকদিন আগে তারাই এসবিআই-এর সার্ভার সংক্রান্ত এই রিপোর্টটি প্রকাশ করে৷ সংস্থাটি দাবি করে, এসবিআই-এর পাশাপাশি ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফর্মেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টারের সঙ্গেও যোগাযোগ করেছে তারা৷ তাঁদেরকেও বিষয়টি জানিয়েছে এবং দুই সংস্থার মতামত জানতে চেয়েছেন৷ কিন্তু কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও পরে এসবিআই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পাসওয়ার্ড দিয়ে সার্ভারটিকে সুরক্ষিত করেছে৷ ফলে তাঁদের গ্রাহকদের তথ্য ফাঁসের কোনও সম্ভবনা থাকছে৷
[শুরু বাজেট অধিবেশন, রাফালে নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি]
কী এই ‘এসবিআই কুইক’ পরিষেবা? জানা গিয়েছে, এই পরিষেবার সাহায্যে মিসড কলের মাধ্যমে অ্যাকাউন্ড ব্যালান্স, শেষ পাঁচটি লেনদেনের তথ্য পেতে পারেন কোনও গ্রাহক। এ ছাড়া এসএমএস-এর মাধ্যমে আরও বাড়তি কিছু তথ্যও পাওয়া যেতে পারে। যে গ্রাহকদের স্মার্টফোন নেই বা যাঁরা ইন্টারনেট ব্যাংকিং-কে সুরক্ষিত মনে করেন না, তাঁদের অনেকেই ‘এসবিআই কুইক’ পরিষেবা ব্যবহার করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.