সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে বিনায়ক দামোদর সাভারকারের (Vinayak Damodar Savarkar) পোস্টার ছেঁড়া ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়েছিল কর্ণাটকের (Karnataka) শিবামোগা জেলা। সেই ঘটনার রেশ এবার দেখা গেল রাজ্যের টুমাকুরু জেলায়। মঙ্গলবার সেখানে ছেঁড়া হল সাভারকারের ছবি লাগানো ব্যানার।
জানা গিয়েছে, টুমাকুরুর এমপ্রেস কলেজের সামনে লাগানো ছিল সাভারকারের ব্যানারটি। স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষেই সেটি টাঙানো হয়েছিল। আচমকাই সেখানে হাজির হয়ে ব্যানারটি ছিঁড়ে দেয় অভিযুক্তরা। ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
উল্লেখ্য, সোমবার স্বাধীনতা দিবসের দিনই দুই গোষ্ঠীর সংঘর্ষ বেঁধে যায় শিবামোগায়। জানা গিয়েছে, সাভারকারের পোস্টার ছিঁড়ে সেখানে টিপু সুলতানের পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। ক্রমেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রেম সিং নামে জনৈক ব্যক্তিকে ছুরি মারার অভিযোগও ওঠে। চার অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম আবদুল রহমান (২৫), নাদিম (২৫), ও জাবিউল্লাহ। চতুর্থ জনের নাম জানানো হয়নি। জাবিউল্লাহ পালানোর চেষ্টা করেছিল বলে জানা গিয়েছে। সেই সময় পুলিশ তার পায়ে গুলি করে। এরা কোনও সংগঠনের হয়ে কাজ করে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের মধ্যে নাদিমের বিরুদ্ধে এর আগে ২০১৬ সালের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এর আগে টিপু সুলতানের জন্মজয়ন্তী পালন নিয়ে তাঁর অনুরাগীদের সঙ্গে বিজেপি তথা আরএসএসের টক্কর সামনে এসেছিল। এবার নতুন করে বিতর্ক তৈরি হল সাভারকারের পোস্টার, ব্যানার ছেঁড়া নিয়ে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই শিবামোগা ও ভদ্রাবতী শহরে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ১৮ আগস্ট পর্যন্ত ওই নির্দেশ জারি থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক আর সিলভামণি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.