Advertisement
Advertisement

Breaking News

Savarkar

এবার বিধানসভায় সাভারকারের ছবি টাঙাল BJP, তুমুল উত্তেজনা কর্ণাটকে

বিধানসভার বাইরে বিক্ষোভে বিরোধীরা।

Savarkar Portrait inside Karnataka Assembly sparks row | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 19, 2022 2:44 pm
  • Updated:December 19, 2022 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিনায়ক দামোদর সাভারকারকে  (Vinayak Damodar Savarkar) ঘিরে উত্তাল কর্ণাটক। এবার সেই রাজ্যের বিধানসভায় টাঙানো হল তাঁর বিশাল ছবি। নেপথ্যে বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। পালটা বিধানসভার বাইরে সিঁড়িতে জওহরলাল নেহরুর ছবি হাতে বিক্ষোভ দেখাতে শুরু করলেন কংগ্রেস নেতারা। সবমিলিয়ে ফের সাভারকর ইস্যুতে উত্তপ্ত কর্ণাটক।

সোমবার থেকে কর্ণাটক বিধানসভায় (Karnataka Assenbly) শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর দিনই বিধানসভার অন্দরে সাভারকরের ছবি টাঙানো ঘিরে উত্তেজনা ছড়ালো। শুধু সাভারকর নয়, এদিন বিধানসভায় মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, ড. বি আর আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিও উন্মোচন করেন বোম্মাই। বিধানসভার অন্দরে সাভারকারের ছবি টাঙানো নিয়ে আপত্তি জানায় কংগ্রেস। বিজেপির এই পদক্ষেপের পালটা নেহরুর ছবি হাতে নিয়ে বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা সিদ্দারামাইরা, কংগ্রেসের রাজ্য সভাপতি শিবকুমার-সহ কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘ছাত্ররা কেন উপযুক্ত শিক্ষা পাচ্ছে না?’, শিক্ষক বদলি মামলায় ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়]

এ প্রসঙ্গে এদিন শিবকুমার বলেন, “আমি স্পিকারের কাছ থেকে জানতে পারি, আজ বিধানসভার হলে আম্বেদকরের ছবি উন্মোচন করা হবে। এখানে এসে জানতে পারলাম সাভারকরের ছবিও উন্মোচন করা হবে। এরপরই প্রতিবাদ জানাই। সাভারকরের একজন বিতর্কিত ব্যক্তিত্ব। কর্ণাটক ও ভারতীয় রাজনীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। বরং কর্ণাটকের উন্নয়ন, সংস্কারের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের ছবি বিধানসভায় টাঙানো হোক।” কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার দাবি, শীতকালীন অধিবেশনে আমরা যাতে বিক্ষোভ দেখাই তাই এই কৌশল নিয়েছে বিজেপি। কারণ অধিবেশনে দুর্নীতি নিয়ে সরব হতাম আমরা। তাতে চাপে পড়ত বিজেপি। সেই আলোচনা এড়াতেই এই কৌশল নিয়েছে ওরা।”

বিজেপির পালটা দাবি, কর্ণাটকের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সাভারকর। তাই তাঁকে সম্মান জানাতেই বিধানসভার অন্দরে তাঁর ছবি টাঙানো হল। যদিও সেই যুক্তি মানতে নারাজ বিরোধী। সবমিলিয়ে ফের একবার সাভারকর ইস্য়ুতে উত্তাল কর্ণাটক।  

[আরও পড়ুন: বিশ্বভারতীর ৫০ মিটারের মধ্যে ধরনায় ‘না’, হাই কোর্টে বহাল বিচারপতি মান্থার নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement