Advertisement
Advertisement
SEBI

সেবি চেয়ারপার্সনকে সংসদীয় কমিটির সামনে তলবের দাবি সৌগতর, বিরোধিতা বিজেপির

উত্তপ্ত চেহারা নিল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক।

Saugata Roy demands to summon SEBI Chairperson before Parliamentary Committee
Published by: Biswadip Dey
  • Posted:September 10, 2024 11:54 pm
  • Updated:September 10, 2024 11:54 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: সেবি চেয়ারম্যান মাধবী পুরী বুচকে সংসদীয় কমিটির সামনে তলব করা হোক। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত চেহারা নিল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক। মঙ্গলবার দিল্লিতে কমিটির বৈঠকে বুচকে তলব করা হোক বলে দাবি করেন সৌগত। তাতে বাধ সাধেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

এদিন কমিটির বৈঠকে আলোচ্যসূচির তালিকায় নিয়ন্ত্রক সংস্থাগুলির কর্মক্ষমতা পর্যালোচনা বিষয়টিকে রাখা হবে এই সিদ্ধান্ত নেওয়ার পরই সৌগত সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) সামনে সেবি প্রধান বুচকে তলব করার দাবি করেন। নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা এবং এর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ নিয়ে তাঁকে প্রশ্ন করার প্রয়োজন রয়েছে বলে যুক্তি দেন তিনি। তাতে প্রবল আপত্তি জানিয়ে নিশিকান্ত দাবি করেন, সিএজি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) অডিট করতে পারে না। এবং তাই প্যানেল তাকে তলব করতে পারে না। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের আদেশ ছাড়া এবং প্রমাণ ছাড়া সেবির পর্যালোচনা করা যায় না বলেও দাবি করেন বিজেপি সাংসদ। পিএসি কে যদি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে হয় তবে তা উপযুক্ত প্রমাণ-সহ করতে হবে বলেও মন্তব্য করেন নিশিকান্ত।

Advertisement

[আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে অরিন্দম শীল! এবার থানায় দায়ের অভিযোগ]

উল্লেখ্য, মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টে এর আগে বুচকে স্বার্থের দ্বন্দ্বের জন্য অভিযুক্ত করা হয়েছিল। সেখানে দাবি করা হয় বিদেশি সংস্থায় তাঁর অংশীদারিত্ব রয়েছে। এবং সেবি সদস্য হওয়ার পর, এমনকী এর চেয়ারপার্সন হওয়ার পরও আম্বানি গ্রুপের কোম্পানিগুলির সঙ্গে তাঁর লেনদেন চলেছিল বলেই উল্লেখ করা হয়েছে।

তৃণমূলের পাশাপাশি কংগ্রেসও সেই রিপোর্ট নিয়ে বুচের দিকে আগেই নিশানা সেধেছিল। এদিনও তারা ব্যতিক্রম হয়নি। কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপালের নেতৃত্বাধীন পিএসি কমিটির বৈঠকে এদিন কংগ্রেস অভিযোগ করেছে যে, বুচের কাছে একটি সংস্থার ৯৯ শতাংশ শেয়ার রয়েছে যা মাহিন্দ্রা এবং মাহিন্দ্রা গ্রুপকে পরামর্শ পরিষেবা প্রদান করে। এবং তাঁর স্বামী সেখান থেকে প্রায় ৫ কোটি টাকা পয়েছেন। এর আগে, কংগ্রেস বুচের বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্বের নতুন অভিযোগ তুলেছিল। দাবি করেছিল, সাত বছর আগে নিয়ন্ত্রক সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বুচ আইসিআইসিআই ব্যাঙ্কের বৃহৎ অংশের শেয়ার নিজের দখলে রেখেছিলেন। বুচ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

[আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর পরও শো করেছি, কিন্তু…’, অশান্ত সময়ে গান গাওয়া নিয়ে ট্রোলের জবাবে শিলাজিৎ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement