Advertisement
Advertisement
UAE President G20

জি-২০ স্টিকার লাগানো গাড়ি নিয়ে আরব প্রেসিডেন্টের সামনে অচেনা ব্যক্তি, নিরাপত্তায় বড়সড় গলদ!

নিজেকে পুলিশ আধিকারিক বলে দাবি করে সৌদি আরবের ওই ব্যক্তি।

Saudi man reaches UAE president hotel with G20 stickered car, breach on security | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 11, 2023 2:37 pm
  • Updated:September 11, 2023 2:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরবের (UAE) প্রেসিডেন্টের নিরাপত্তায় ফের বড়সড় গলদ। জি-২০ (G20) সম্মেলন চলাকালীনই এক ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহী প্রেসিডেন্টের হোটেলে ঢুকে পড়েন। অসুস্থ ভাইয়ের চিকিৎসা করাতে প্রেসিডেন্টের সাহায্য চেয়ে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত অবশ্য তাঁকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। প্রসঙ্গত, সম্মেলন চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়ের একটি গাড়ি ঢুকে পড়েছিল আরবের প্রিন্সের হোটেলে।

ঘটনার সূত্রপাত গত শনিবার। দিল্লির (Delhi) তাজ মানসিং হোটেলে ছিলেন আরবের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান। সেখানে নিরাপত্তা বলয় পেরিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। নিজেকে সৌদি আরবের পুলিশ আধিকারিক বলে পরিচয় দেন তিনি। সোজা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পৌঁছে যান ওই ব্যক্তি। তাঁর দাবি, গুরুতর অসুস্থ হয়ে সৌদি আরবে চিকিৎসাধীন তাঁর ভাই। চিকিৎসার ক্ষেত্রে সাহায্য চেয়েই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চেয়েছেন ওই ব্যক্তি।

Advertisement

[আরও পড়ুন: পরনে শুধুই অন্তর্বাস! মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য]

জানা গিয়েছে, কয়েকদিন আগেই দিল্লিতে এসেছিলেন সৌদি আরবের ওই ব্যক্তি। বিমানবন্দরের কাছেই একটি হোটেলে ছিলেন তিনি। প্রাথমিকভাবে অনুমান, বেশ কয়েকদিন ধরেই প্রেসিডেন্টের গতিবিধির উপরে নজর রাখছিলেন ওই ব্যক্তি। তারপরেই শনিবার জি-২০ স্টিকার লাগানো গাড়ি নিয়ে পৌঁছে যান হোটেলে। প্রেসিডেন্টের হোটেলের লবিতে ঢুকে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন তিনি। প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাওয়ার ঠিক আগেই তাঁকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। তবে শেষ পর্যন্ত প্রেসিডেন্টের সঙ্গে ওই ব্যক্তিকে দেখা করার অনুমতি দেওয়া হয়। তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে মুক্তি দেয় দিল্লি পুলিশ। 

[আরও পড়ুন: ১০ মাস পরে গলল বরফ? জি-২০ সম্মেলনের ফাঁকে চিনা প্রিমিয়ারের সঙ্গে বৈঠক বাইডেনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement