Advertisement
Advertisement
Salman

জি-২০ সম্মেলনে খাশোগ্গির ‘খুনি’, মোদির সঙ্গে করবেন পার্শ্ববৈঠকও

‘ওয়াশিংটন পোস্ট’-এর কলামিস্ট ছিলেন জামাল খাশোগ্গি

Saudi Arabia Crown Prince to attend G20 Summit, hold bilateral meeting with PM Modi | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:September 9, 2023 9:42 am
  • Updated:September 9, 2023 9:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন। জানা গিয়েছে, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক সারবেন সাংবাদিক জামাল খাশোগ্গি হত্যার মূল অভিযুক্ত। 

৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে কার্যত চাঁদের হাট বসেছে। ইতিমধ্যে রাজধানীতে পৌঁছে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, চিনের প্রিমিয়ার লি কিয়াং, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক-সহ অনেকেই। এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। শুক্রবার বাইডেন, হাসিনা ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দকুমার যুগনাথের সঙ্গে বৈঠক করেন মোদি। আজ শনিবার সৌদি যুবরাজের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। বলে রাখা ভাল, রিয়াধের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক বরাবরই মজবুত। সলমন প্রধানমন্ত্রী পদে বসার পর সেই সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে। 

Advertisement

[আরও পড়ুন: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু অন্তত ২৯৬ জনের, শোকপ্রকাশ মোদির]

বিদেশমন্ত্রক জানিয়েছে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতে এসেছেন যুবরাজ সলমন। ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তাঁর আগে আজ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। প্রতিরক্ষা, বাণিজ্য, সংস্কৃতি-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে দু’জনের মধ্যে। তাৎপর্যপূর্ণ ভাবে, সৌদি আরব ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্য নতুন মাত্রা লাভ করেছে। ২০২২-২৩ অর্থবর্ষে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৫২.৭৫ বিলিয়ন ডলার।

এদিকে, মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে সৈদি যুবরাজের উপর ক্ষুব্ধ অনেকেই। ‘ওয়াশিংটন পোস্ট’-এর কলামিস্ট জামাল খাশোগ্গির হত্যায় সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের হাত ছিল বলে অভিযোগ। আমেরিকা সলমনকে ‘ক্লিনচিট’ দিলেও বিতর্ক থিতিয়ে যায়নি। বলে রাখা ভাল, ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি দূতাবাসে খুন হন ‘ওয়াশিংটন পোস্টের’ কলামিস্ট জামাল খাশোগ্গি (Jamal Khashoggi)। দ্বিতীয়বার বিয়ের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন তিনি। সৌদি রাজ পরিবারের পাশাপাশি সে দেশের যুবরাজ মহম্মদ বিন সলমনের কড়া সমালোচক হিসেবে পরিচিত খাশোগ্গির খুনের পরেই সরব হয় তুরস্ক-সহ একাধিক দেশ। এই হত্যাকান্ডে সলমনকে দায়ী করেছিল আমেরিকাও।   

[আরও পড়ুন: জি-২০ সম্মেলনের আগে বাইডেনের সঙ্গে পার্শ্ববৈঠকে মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement