Advertisement
Advertisement

আইআইটি পড়ুয়াদের তৈরি উপগ্রহ পাড়ি দেবে মহাকাশে

সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ আইআইটি-র প্রস্তুত করা স্যাটেলাইট ‘প্রথম’ উৎক্ষেপণ করা হবে।

Satellite built by IIT-Bombay set for launch
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2016 2:40 pm
  • Updated:September 22, 2016 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও প্রতিভার পরিচয় দিল আইআইটি বোম্বের ছাত্র-ছাত্রীরা। চলতি মাসেই ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে’-র প্রস্তুত করা স্যাটেলাইট আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ আইআইটি-র প্রস্তুত করা স্যাটেলাইট ‘প্রথম’ উৎক্ষেপণ করা হবে। পাশাপাশি, এদিন Insat-3DR এবং ScatSat-1 স্যাটেলাইট দুটিও উৎক্ষেপণের মাত্র ১৮ দিনের মধ্যে নিজেদের কক্ষপথে স্থান করে নেবে এবং কাজ করতে শুরু করবে বলে গবেষকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

iit-bombay-satellite

Advertisement

শুধু তাই নয়, গত ২৩ বছরের ইতিহাসে প্রথমবার উচ্চক্ষমতাসম্পন্ন PSLV  দুটি ভিন্ন কক্ষপথের জন্য একই সঙ্গে স্যাটেলাইট লঞ্চ করবে। PSLV-এর এই অ্যাডভান্সড ভার্সনের নাম দেওয়া হয়েছে PSLV-XL।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement