Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জল্পনা, একদিন আগেই এলেন আজিজ

অমৃতসরের বৈঠকে সন্ত্রাসবাদকেই মূল বিষয় করতে চায় ভারত ও আফগানিস্তান৷

Sartaz Aziz came to India oneday before schedule
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 9:04 am
  • Updated:December 4, 2016 9:04 am  

নন্দিতা রায়, অমৃতসর: সদ্য নাগরোটার সেনাছাউনিতে জঙ্গি হামলা হয়েছে৷ প্রাণ হারিয়েছেন সাত ভারতীয় জওয়ান৷ ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক তপ্ত হয়ে উঠেছে৷ তারই মধ্যে শনিবার থেকে পাঞ্জাবের অমৃতসরে শুরু হয়ে গেল ‘হার্ট অফ এশিয়া’ বৈঠক৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সম্মেলনে উপস্থিত পাক প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজও৷

প্রধানমন্ত্রী শনিবার রাতেই হাজির হয়েছেন স্বর্ণমন্দিরের শহরে৷ অমৃতসরে পৌঁছেই মোদি সোজা স্বর্ণমন্দির দর্শনে যান৷ সাধারণ মানুষের মতোই প্রধানমন্ত্রী এদিন দর্শন সারেন৷ আফগানিস্তানের প্রেসিডেণ্ট আশরাফ ঘানিও প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণমন্দির গিয়েছিলেন৷ সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী৷ উল্লেখ্য, সরতাজ আজিজও পূর্বনির্ধারিত সফরসূচি পরিবর্তন করে ২৪ ঘণ্টা আগেই অমৃতসরে হাজির হয়েছেন৷ ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নয়াদিল্লি আগেই খারিজ করে দিয়েছে৷ তারপরও আজিজের একদিন আগেই ভারতে আসা নিয়ে জল্পনা তৈরি হয়েছে৷

Advertisement

সূত্রের খবর, নৈশভোজে মোদির সঙ্গে দেখা হবে ধরে নিয়েই সরতাজ আজিজ একদিন আগেই সম্মেলনে এলেন কি না, জল্পনা সেখানেই৷ আলাদাভাবে বৈঠক না হলেও নৈশভোজেই মোদির সঙ্গে সৌজন্য বিনিময় হয় আজিজের৷ দ্বিপাক্ষিক বৈঠক এখনও অনিশ্চিত৷ যদিও তাতে দুই দেশের মধ্যে সম্পর্কে কোনও উন্নতি হবে না বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের৷ অসুস্থ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ফুলের তোড়া পাঠিয়ে দ্রূত আরোগ্যের বার্তাও পাঠান আজিজ৷ বিষয়টিকে পাক তরফে শিষ্টাচারের নিদর্শন বলে মনে করলেও এর প্রভাবে ভারত-পাক সম্পর্কের বরফ গলবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

জানা গিয়েছে, অমৃতসরের বৈঠকে সন্ত্রাসবাদকেই মূল বিষয় করতে চায় ভারত ও আফগানিস্তান৷ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিবেশী আফগানিস্তানের সার্বিক উন্নতির লক্ষ্যেই ২০১১ সালে হার্ট অফ এশিয়া বৈঠক শুরু হয়৷ বৈঠকের কেন্দ্রবিন্দুতে থাকা আফগানিস্তান ও আয়োজক ভারত, দুই দেশেরই প্রধান লক্ষ্য সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কোণঠাসা করা৷ মোদি ও ঘানি রবিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধন করবেন৷ ঘানির সঙ্গে মোদির আলাদা দ্বিপাক্ষিক বৈঠকও হবে৷ সন্ত্রাসবাদ নিয়ে ভারতের মতোই আফগানিস্তানও পাকিস্তানের উপর ক্ষুব্ধ৷ ভারতকে পাশে পেয়ে তারাও পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার কোনও সুযোগ ছাড়তে চাইছে না৷ বিশেষ করে, এদিন যেভাবে ঘানিও সাধারণ মানুষের মতোই স্বর্ণমন্দিরে গিয়েছেন তাতে স্পষ্ট, ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করে পাকিস্তানকে চাপে রাখার কৌশল নিতে চাইছে আফগানিস্তান৷ শনিবার থেকে শুরু হওয়া এই বৈঠকে এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি পরিকাঠামো তৈরির কথা বলা হয়েছে৷ এদিন, আধিকারিক স্তরের বৈঠকে ভারত, চিন, রাশিয়া, পাকিস্তান, ইরান সহ সতেরোটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ সন্ত্রাসবাদী হুমকি, তাদের সংঘব হওয়া, চূড়ান্ত আঘাত হানার মতো বিষয়গুলির কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে এদিনের বৈঠকে প্রায় সমস্ত দেশের প্রতিনিধিরা মতামত জানান৷ রবিবারের বৈঠক থেকে একটি প্রস্তাবও গৃহীত হবে৷ সেখানেও সন্ত্রাসবাদ ও তাকে কেন্দ্র করে পাকিস্তানের দিকে নিশানা করা হবে বলেই অনুমান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement