সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি জমানায় বল্লভভাই প্যাটলকে নিয়ে মাতামাতির শেষ নেই। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই গুজরাটি নেতা। নিজের রাজ্যে বল্লভভাই প্যাটেলের একটি সুবিশাল মূর্তির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটে একটি বাঁধের নাম দেওয়া হয়েছে সর্দার সরোবর বাঁধ। আর এবার জন্মদিনের অনুষ্ঠানে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর দুরদর্শিতার কথা তুলে ধরলেন বিজেপিশাসিত গোয়ার মুখ্যমন্ত্রী ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। তিনি বলেন, পাঁচের দশকেই ভারতের সঙ্গে চিন ও পাকিস্তানের যুদ্ধের ভবিষ্যদ্বানী করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল। এমনকী, ডোকলাম নিয়েও যে ভবিষ্যতে চিন ও ভারতের সংঘাত তৈরি হতে পারে, তাও বুঝতে পেরেছিলেন তিনি। প্রসঙ্গত, ষাটের দশকে যেমন ভারত ও চিনের সঙ্গে যুদ্ধ হয়েছিল ভারতের, তেমনি ডোকলামে সেনা মোতায়েন নিয়ে দিল্লি ও বেজিংয়ে সংঘাতও চরমে পৌঁছে গিয়েছিল।
[দেশ জুড়ে সাড়ম্বরে বল্লভভাই প্যাটেলের জন্মদিন পালনের সিদ্ধান্ত কেন্দ্রের]
মঙ্গলবার ছিল দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের ১৪২তম জন্মদিন। দিনটা বেশ ধূমধামের সঙ্গেই উদযাপন করল মোদি সরকার। ‘একতার জন্য দৌড়’, ডিজিটাল প্রদর্শনী-সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিন উদযাপনের অনুরোধ জানিয়ে রাজ্য সরকারগুলিকে চিঠি দিয়েছিলেন বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে বিজেপিশাসিত গোয়ায় অবশ্য বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী একইসঙ্গে পালন করা হল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মনোহর পারিকর বলেন, ‘ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে লেখা বল্লভভাই প্যাটেলের একটি চিঠি আমি পড়েছি। সেই চিঠিতে উত্তর সীমান্তে আমাদের শত্রু ও প্রতিদ্বন্দী দেশগুলির কথা বলেছিলেন তিনি। ১৯৫০ সালেই ভবিষ্যদ্বানী করেছিলেন, ১৯৬৫ সালে কী হবে(ভারত-পাকিস্তান যুদ্ধ)। এমনকী, ভারত-চিন যুদ্ধ ও ডোকলামের কথাও রয়েছে চিঠিতে।’ গোয়ার মুখ্যমন্ত্রী দাবি, কাশ্মীর ইস্যুতে বল্লভভাই প্যাটেলের পরামর্শ যদি জওহরলাল নেহেরু মেনে নিতেন, তাহলে আজকের পরিস্থিতি তৈরি হত না। প্রসঙ্গত, ১৯৬৫ ও ১৯৭১ সালে দু’বার ভারত ও পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। ১৯৬২ যুদ্ধ লেগেছিল ভারত ও চিনের।
[‘কর্নাটকে থাকতে গেলে শিখতে হবে কন্নড় ভাষা’]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.