Advertisement
Advertisement
রাজীব কুমার

আরও বিপাকে রাজীব কুমার, তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি অভিবাসন দপ্তরের

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অভিবাসন দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Saradha scam: CBI isues lookout notice against Rajeev Kumar
Published by: Monishankar Choudhury
  • Posted:May 26, 2019 9:32 am
  • Updated:May 26, 2019 10:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে রাজীব কুমার৷ সারদা মামলার নথি লোপাটে অভিযুক্ত কলকাতার প্রাক্তন নগরপালের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ বা এলওসি জারি করল সিবিআই। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অভিবাসন দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর ফলে দেশের কোনও  বিমানবন্দর দিয়ে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করলে, তাঁকে আটক করে সিবিআইয়ের হাতে তুলে দেবে অভিবাসন দপ্তর।

[ আরও পড়ুন: কবিতায় প্রতিক্রিয়া, ভোটের ফলপ্রকাশের পর মুখ্যমন্ত্রীর কলমে এল ‘মানি না’]

Advertisement

সূত্রের খবর, রাজীব কুমারের বিরুদ্ধে এই নোটিসের মেয়াদ এক বছর। ২০২০-র ২৩ মে পর্যন্ত তা কার্যকর থাকবে। প্রয়োজনে তা ফের বাড়ানো হতে পারে। আপাতত এক বছর রাজীব কুমার বিদেশ সফর করতে গেলেই আটক হবেন। ভোটের আগে রাজীবকে পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে সিআইডি’র এডিজি পদে বসানো হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন তাঁকে সেখান থেকেও সরিয়ে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে বদলি করে দেয়। ফলে রাজীব এখন স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসার। এর মধ্যেই সেই মন্ত্রকই তাঁর বিরুদ্ধে এলওসি’র বিজ্ঞপ্তি জারি করেছে। তবে এখনই তড়িঘড়ি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করতে চাইছে না সিবিআই৷ সমস্ত প্রমাণ সংগ্রহ করেই তাঁকে জালে পুরতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ৷

উল্লেখ্য, গত শুক্রবার আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টে আরজি জানিয়েছিলেন রাজীব কুমার৷ তারপরই কলকাতা হাই কোর্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে৷ বিচারপতি অরুণ মিশ্র সাফ জানিয়ে দেন, প্রধান বিচারপতি নির্দেশমতো তাঁকে আইনি সুরক্ষার জন্য নিম্ন আদালতে যেতে হবে। পালটা রাজীব কুমারের আইনজীবী যুক্তি দয়েচিলেন যে কলকাতা হাই কোর্টে আইনজীবীদের কর্মবিরতি চলছে৷ তার মাঝে কীভাবে আগাম জামিনের আবেদন করা যাবে? এই প্রশ্ন শুনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাঁকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে নিম্ন আদালতের আইনজীবীদের কর্মবিরতির দায় তাঁদের নয়৷ শেষমেশ তাই বাধ্য হয়ে বারাসত আদালতে যান রাজীব কুমার৷ কিন্তু সেখানেও কর্মবিরতির জেরে আগাম জামিনের আবেদনপত্র জমা দিতে বেশ দেরি হয়ে যায় রাজীব কুমারের৷ তাই সোমবারের আগে আগাম জামিনের আবেদন করতে পারবেন না তিনি৷ শুক্রবার রাত ১২টার পরই শেষ হয়ে গিয়েছে রাজীবের আইনি রক্ষাকবচের মেয়াদ৷ সেক্ষেত্রে আগাম জামিন না হওয়ায় মধ্যরাতেই রাজীব কুমারের গ্রেপ্তারির আশঙ্কা আরও কয়েকগুণ বাড়ে৷ তবে তার আগে রবিবার লুকআউট নোটিস জারির ফলে পরিস্থিতি আরও জটিল হল তাঁর পক্ষে৷ 

[আরও পড়ুন: দলের সংগঠনে বড়সড় রদবদলের সিদ্ধান্ত মমতার, দায়িত্ব বাড়ল শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement