ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে চাপানউতোর তত দিক বদলাচ্ছে। সম্প্রতি এই সংক্রান্ত বিষয় নিয়ে বচসায় জড়িয়ে ছিলেন শিব সেনার মুখপাত্র ও রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত আর বলিউডের বিখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কঙ্গনা মহারাষ্ট্রকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর’ -এর সঙ্গে তুলনা করেছিলেন আর তার জবাবে আমেদাবাদকে ‘মিনি পাকিস্তান’ বলেছিলেন সঞ্জয়। তাঁর সেই মন্তব্যের পরেই তেলেবেগুনে জ্বলে উঠেছে বিজেপি। একদা ভারতের ম্যানচেস্টার নামে খ্যাত আহমেদাবাদকে পাকিস্তানের সঙ্গে তুলনার ঘটনা প্রধানমন্ত্রী মোদির ব্র্যান্ড গুজরাটের অপমান বলেই মনে করছে গেরুয়া শিবির। তাই শিব সেনা সাংসদের তীব্র সমালোচনা করে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানাচ্ছে।
রবিবার এপ্রসঙ্গে গুজরাট বিজেপির মুখপাত্র ভারত পান্ডিয়া বলেন, ‘আহমেদাবাদ (Ahmedabad)-কে মিনি পাকিস্তান বলে গোটা রাজ্যের অপমান করেছেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। এর জন্য গুজরাট, আহমেদাবাদ ও আহমেদাবাদবাসীর কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে। যে কোনও সময়ে গুজরাট ও গুজরাটের নেতাদের সম্পর্কে অপমানসূচক মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত শিব সেনার। আসলে হিংসা ও ঘৃণার মনোভাব থেকেই এই কাজ করছে ওরা। এই গুজরাট গান্ধীজি ও সর্দার প্যাটেলের। প্যাটেল ৫৬২টি রাজ্যকে একত্রিত করে ভারতের জন্ম দিয়েছিলেন। জুনাগড় ও হায়দরাবাদকে পাকিস্তানে সংযুক্ত হওয়া থেকে আটকে ছিলেন। ভারতের শক্তি ও সম্মান বাড়িয়েছিলেন।’
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পিছনে গুজরাটের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজকে গুজরাট থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্দার প্যাটেলের অপূর্ণ স্বপ্ন পূরণ করেছেন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে ভারতকে একসুরে বেঁধেছেন। তাই দেশের অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে অতীত ও বর্তমানে গুজরাটের অবদান কখনও ভোলার নয়।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.