Advertisement
Advertisement

Breaking News

Surgical Strike

‘চিনে সার্জিক্যাল স্ট্রাইকের সাহস আছে?’, মোদিকে খোঁচা সঞ্জয় রাউতের

অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে চিন।

Sanjay Raut asked if PM Modi had the guts to conduct a surgical strike on China। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 29, 2023 5:22 pm
  • Updated:August 29, 2023 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ম্যাপ প্রকাশ করে ফের অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে চিন (China)। আর তারপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) খোঁচা মেরে শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut) জানতে চাইলেন, চিনের বিরুদ্ধে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা।

সঞ্জয়কে বলতে শোনা গিয়েছে, ”আপনার কি সাহস রয়েছে চিনে সার্জিক্যাল স্ট্রাইক করার? মোদির এই বিষয়টি দেখা দরকার। উনি সম্প্রতি ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকার ব্রিকস সামিটে যোগ দিয়েছিলেন। সেখানে চিনের প্রতিনিধিদের আলিঙ্গন করতেও দেখা গিয়েছে তাঁকে। এমন ঘটনা আমাদের মন ভেঙে দেয়। রাহুল গান্ধী ঠিকই বলেছেন। চিন দেশের ভিতরে প্রবেশ করেছে।”

Advertisement

[আরও পড়ুন: ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি করেছেন রাখি, ‘দাদা’ মোদিকে পাঠালেন ওড়িশার বৃদ্ধা]

পাশাপাশি তাঁর আরও খোঁচা, ”সাধারণ মানুষের মনে একটা ভয় রয়েছে যে, বিজেপি ফের নির্বাচনের আগে সার্জিক্যাল স্ট্রাইকের নাটক করতে পারে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন গভর্নর সত্যপাল মালিকের দাবি অনুযায়ী, পুলওয়ামা হামলা ঘটেনি, সেটা সাজানো হয়েছিল।”

প্রসঙ্গত, ২৮ আগস্ট দেশের নতুন সরকারি ম্যাপ প্রকাশ করেছে চিন। সেখানে অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে তারা। আকসাই চিনও তাদের বলে দাবি করছে বেজিং।শুধু তাই নয়, গোটা দক্ষিণ চিন সাগর ও তাইওয়ানকেও মূল চিনা ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। ওই ম্যাপগুলিতে অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করেছে চিন৷ এবং তা চিনের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও দাবি করছে চিনা বিদেশমন্ত্রক৷ আর এরপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সেই পরিস্থিতিতে মোদি সরকারকে খোঁচা শিব সেনা সাংসদের।

[আরও পড়ুন: জামিন পেয়েও মিলল না রেহাই, ফের গ্রেপ্তার ইমরান খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement