অযোধ্যার আশরফি ভবন আশ্রমের অষ্টোত্তরশত শ্রীমদ্ভাগবত পাঠ ও পঞ্চ নারায়ণ মহাযজ্ঞের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতনই ভারতের জাতীয় ধর্ম। ভারতীয়দের উচিত সম্মিলিতভাবে এটিকে রক্ষা করা। শুক্রবার অযোধ্যায় এক ধর্মীয় অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাৎপর্যপূর্ণভাবে, কয়েকদিন আগেই হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়ে যোগী বলেছিলেন, ‘কটেঙ্গে তো বটেঙ্গে’। এদিনও সনাতনের জিগির তুলে ‘বৃহত্তর হিন্দু ঐক্যে’ই জোর দিলেন তিনি।
গতকাল অযোধ্যার আশরফি ভবন আশ্রমের অষ্টোত্তরশত শ্রীমদ্ভাগবত পাঠ ও পঞ্চ নারায়ণ মহাযজ্ঞের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। সেখানকার অন্যান্য সন্তদের সঙ্গে উত্তরপ্রদেশের মানুষদের আনন্দ, সমৃদ্ধি ও শান্তির জন্য যজ্ঞ করেন তিনি। এরপরই অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন, “সনাতনই ভারতের জাতীয় ধর্ম। প্রত্যেক নাগরিককে সম্মিলিতভাবে এটিকে রক্ষা করতে হবে।”
কীভাবে ধর্ম ও সংস্কৃতি সমাজে শান্তি আনে সেই বিষয়ের উপরেও জোর দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উদাহরণ দিয়ে এদিন তিনি বলেন, “এখন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বংশধরেরা রিকশা চালাচ্ছে। অতীতের ধ্বংসাত্মক কর্মের ফলই ওদের এই দুর্দশা। ওরা যদি মন্দির ভাঙা থেকে বিরত থাকত, তাহলে কি ওদের এমন অবস্থা হত? ওদের কর্মকাণ্ডই ভারতকে দাসত্বের শিকল পরিয়েছিল। এর ফলেই পবিত্র স্থানগুলো অপবিত্র হয়েছিল। যারাই এমন কাজ করেছে তাদের পতন হয়েছে। তাই অতীতে দেশের শাসকরা যে ভুলগুলো করে গিয়েছে আমাদের সেগুলো থেকেই শিক্ষা নিতে হবে। ” এই বক্তব্যদের সঙ্গেই সকলকে মানবতা রক্ষার জন্য সব সময় সনাতন ধর্মকে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান যোগী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.