সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি বিতর্কিত কৃষি আইন (Farmers Protest) প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিলেও ডাল গলেনি। বিল আইনত প্রত্যাহার এবং অন্যান্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষকরা। তবে, সোমবার অর্থাৎ ২৯ নভেম্বর সংসদে সরকারের তরফে কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার বিল পেশ করার সিদ্ধান্তের পরই বরফ গলার ইঙ্গিত মিলল। ওইদিন পূর্ব নির্ধারিত সংসদ ভবন অভিযান আপাতত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল সংযুক্ত কিষান মোর্চা (Samyukt Kisan Morcha)।
After a meeting, Samyukt Kisan Morcha has decided to postpone the proposed tractor rally to Parliament on November 29: Farmer leader Darshan Pal Singh in Delhi pic.twitter.com/sRskbis3MI
— ANI (@ANI) November 27, 2021
শনিবার সংযুক্ত কিষান মোর্চার তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ২৯ নভেম্বর পূর্বনির্ধারিত সংসদ ভবন অভিযান তাঁরা প্রত্যাহার করছেন। আগে ঠিক ছিল, ২৯ নভেম্বর মোট ৬০টি ট্রাক্টর এবং ১ হাজার কৃষক সংসদ ভবন ঘেরাও করবেন। ঘটনাচক্রে ওইদিনই সংসদে কৃষি আইন প্রত্যাহারের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সেকারণেই ওইদিনের আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।
“PM Narendra Modi should direct state governments and Railways to withdraw the cases registered against farmers during the protest,” says a leader of Samyukt Kisan Morcha pic.twitter.com/Bx1yLGfUp2
— ANI (@ANI) November 27, 2021
তবে, ২৯ নভেম্বর সংসদ অভিযান প্রত্যাহার করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। তাঁদের সাফ দাবি, শুধু কৃষি আইন প্রত্যাহার করলেই হবে না। যতদিন না সরকার তাঁদের সঙ্গে ন্যূনতম সমর্থন মূল্য (MSP) নিয়ে আলোচনা করছে, আন্দোলনকারী কৃষকদের মৃত্যু এবং লখিমপুরের ঘটনা নিয়ে কথা বলছে, ততদিন আন্দোলন চলবেই। আগামী ৪ ডিসেম্বর আন্দোলনের রূপরেখা তৈরি করতে ফের বৈঠকে বসবে সংযুক্ত কিষান মোর্চা। সেদিনই তাঁদের পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই কৃষকদের দাবি মেনে কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনিই জানিয়েছিলেন, সংসদের আসন্ন অধিবেশনে আইন প্রত্যাহার করার জন্য বিল আনবে সরকার। সেইমতো সোমবারই সংসদে বিল পেশ করতে চলেছে মোদি সরকার। ইতিমধ্যেই বিজেপির সব সাংসদকে ওইদিন লোকসভা এবং রাজ্যসভায় হাজির থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করেছে দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.