Advertisement
Advertisement

Breaking News

Samsung

চিনকে জোর ধাক্কা, বেজিং থেকে নয়ডায় সরল Samsung-এর কারখানা

যোগীরাজ্যে বাড়বে কর্মসংস্থান।

Samsung shifts display manufacturing unit from China to Noida । Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 22, 2021 2:19 pm
  • Updated:June 22, 2021 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চিনকে বড় ধাক্কা ভারতের। বেজিং থেকে মোবাইলের যন্ত্রাংশ তৈরির কারখানা সরিয়ে আনছে স্যামসাং (Samsung)। বদলে তারা উৎপাদন ইউনিট গড়ছে যোগীর রাজ্যে। নয়ডায় (Noida) তৈরি হচ্ছে স্যামসাংয়ের ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইউনিট। ইতিমধ্যে ইউনিট তৈরির কাজও শেষ। এবার স্রেফ কাজ শুরুর অপেক্ষা। আর স্বাভাবিকভাবেই ভারতে উৎপাদন শুরু হলে কর্মসংস্থানও বাড়বে। কাজ পাবে যুব সম্প্রদায়।

উৎপাদন শুরু সংক্রান্ত আলোচনা করতে সংস্থার এক প্রতিনিধি দল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখাও করেন। দুপক্ষের মধ্যে বেশকিছুক্ষণ আলোচনাও হয়। বৃহৎ বৈদ্যুতিন যন্ত্রাংশ উৎপাদক সংস্থার প্রতিনিধি দলের মাথায় ছিলেন স্যামসাংয়ের দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট তথা সিইও কেন কোং। সেই বৈঠকে ভারতে শিল্পসংস্থানের পরিবেশের ভূয়সী প্রশংসা করেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: পেট্রল-ডিজেলের করের টাকায় করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি রাহুলের]

বৈঠকে স্যামসাংয়ের শীর্ষকর্তারা জানিয়েছেন, ভারতের শিল্ববান্ধব পরিবেশ, বিনিয়োগ বান্ধব নীতির জন্যই বেজিং থেকে কারখানা সরিয়ে এ দেশে নিয়ে আসার কথা ভাবা হয়েছে। সেই ইউনিট তৈরির কাজও শেষ। এবার স্রেফ কাজ শুরুর অপেক্ষা। দ্রুত সেই কাজ শুরু করা হবে বলে জানিয়ে দিয়েছেন স্যামসাং কর্তারা। এদিকে এই ইউনিট তৈরিকে মোদি সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সাফল্য বলে দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এর ফলে রাজ্যে বেকারের সংখ্যা কমবে। পাশাপাশি, এই ইউনিট কাজ শুরু করলে পরবর্তীকালে উত্তরপ্রদেশে আরও বেশি সংখ্যক শিল্প আসবে বলে আশা প্রকাশ করেছেন যোগী।
তবে শুধু কেন্দ্রের নয়, স্যামসাংয়ের প্রতিনিধিদল উত্তরপ্রদেশ সরকারের প্রশংসাও পঞ্চমুখ। তাদের কথায়, এ রাজ্যের সরকারের বিশেষ ইনসেনটিভ নীতির জন্যই এই ইউনিট গড়ে তোলা সম্ভব হয়েছে। সরকার ছাড় দেওয়ায় করোনাকালে, কারফিউয়ের মাঝেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার সম্ভব হয়েছে।

[আরও পড়ুন: নরেন্দ্র মোদির নামই যথেষ্ট! যোগীর উত্তরপ্রদেশ জিততে প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে ভরসা বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement