সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পকেটে স্যামসাঙের গ্যালাক্সি নোট-৭ থাকলে বিমানে চড়ে গন্তব্যে পৌঁছতে পারবেন না৷ শুক্রবার কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, চেক ইন ব্যাগে এই নোট-৭ বহন করা যাবে না৷ তবে হ্যান্ডব্যাগে এটি বন্ধ করে নেওয়া যেতে পারে৷
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের প্রধান বি এস ভুল্লার বলেন, “এই নির্দেশিকা আজ থেকেই চালু হচ্ছে৷ যাত্রী নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷” স্যামসাঙ ব্যবহারকারীদের কাছে থেকে কয়েকটি অভিযোগ পায়, নোট ৭-এর ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে যেতে পারে বা আগুন লাগার প্রবণতা রয়েছে৷ তার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.