সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক উত্তেজনা জট কাটার পর ফের চালু হতে চলেছে সমঝোতা এক্সপ্রেস। রবিবার থেকে ফের নির্দিষ্ট পথেই চলবে এই ট্রেন। সরকারি সূত্রে এই খবর জানানো হয়েছে। পাকিস্তান বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছাড়ার একদিনের মধ্যেই সরকারি সূত্রে এই খবর জানানো হল।
২৬ ফেব্রুয়ারি জঙ্গিঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালায় ভারত। ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান হামলা চালায় ভারতের উপর। তারপরই, ২৮ ফেব্রুয়ারি পাকিস্তানের তরফ থেকে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়। লাহোর থেকে যে ট্রেনটি দিল্লি এসে পৌঁছনোর কথা ছিল, সেটি আসেনি। ফলে ওয়াঘা সীমান্তে সমস্যায় পড়ে বহু মানুষ। এর মধ্যে পাকিস্তানের হাতে গ্রেপ্তার হয়ে যান উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই অভিনন্দনকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে পাকিস্তান।
১ মার্চ তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। আর তার ঠিক একদিন পর, ২ মার্চ ভারতের তরফে ঘোষণা করা হয় ফের চালু হবে সমঝোতা এক্সপ্রেস। জানানো হয় ৩ মার্চ দিল্লি থেকে পাকিস্তানের দিকে রওনা দেবে সমঝোতা। দিল্লি থেকে আট্টারি সীমান্ত হয়ে পাকিস্তান যাবে ট্রেনটি। সোমবার পৌঁছবে লাহোর। আট্টারিতে ট্রেন থামিয়ে আগের মতো পরীক্ষা করা হবে যাত্রীদের পাসপোর্ট ও ভিসা। লাহোর থেকে ট্রেনটি ছাড়বে সোমবার।
[ ভারতের মিরাজ না পাকিস্তানের F-16, আকাশ যুদ্ধে কে বেশী শক্তিধর? ]
শিমলা চুক্তি অনুসারে ১৯৭৬ সালের ২২ জুলাই শুরু হয় সমঝোতা এক্সপ্রেসের যাত্রা। সূত্রের খবর, এবারের যাত্রার জন্য ৭০ শতাংশ ইতিমধ্যেই ভরতি হয়ে গিয়েছে। ট্রেনে রয়েছে ছ’টি স্লিপার কোচ ও একটি থ্রি টায়ার কোচ। এদিকে গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিদের নিশানায় রয়েছে পশ্চিম রেল। একাধিক দূরপাল্লার ট্রেনে বিস্ফোরণ ঘটাতে পারে জেহাদিরা। তাই সমস্ত এক্সপ্রেস ও মেল ট্রেনগুলির নিরাপত্তা আরও বাড়িয়ে তোলা হয়েছে। বিশেষ করে জম্মুতে যে সব ট্রেন যাওয়া আসা করছে, সেগুলির উপর কড়া নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে আরপিএফ আধিকারিকদের সংখ্যা বাড়িয়ে তোলা হয়েছে। যাত্রীদের জিনিসপত্র তল্লাশি করে দেখা হচ্ছে। মোতায়েন করা হয়েছে স্নিফার ডগ।
[ সাইবার ক্রাইম রোধে প্রচারের হাতিয়ার ভারতের বীরপুত্র, কীভাবে জানেন? ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.