ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের অক্টোবরে গোটা দেশজুড়ে চর্চায় ছিলেন তিনি। বলিউডের ‘বাদশা’ শাহরুখের পুত্র আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েও ছিলেন শিরোনামে। পরে তাঁর বিরুদ্ধেই শাহরুখের (Shah Rukh Khan) থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। সেই বিতর্কিত ব্যক্তিই কি এবার লোকসভায় ভোটে দাঁড়াবেন? গুঞ্জনের মাঝেই মুখ খুললেন প্রাক্তন জোনাল হেড।
কী বলছেন সমীর (Sameer Wankhede)? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নে তিনি যে জবাব দিয়েছেন তাতে পরিষ্কার কিছু বুঝে ওঠা অবশ্য মুশকিল। তাঁর কথায়, ”আমি এর উত্তর দিতে পারব না। কে জানে কাল কী হয়?” পরে অবশ্য তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি আসলে এটা নিয়ে ভাবিনি। এই মুহূর্তে চেন্নাইয়ে রয়েছি রাজস্ব বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে। যদি ভবিষ্যতে কিছু হয় আমিই জানাব।”
তবে সেভাবে বিষয়টি না ভাঙলেও তিনি এও বলেন, ”আমি বিশ্বাস করি দেশসেবায়, যেভাবেই সম্ভব হোক। তবে ভবিষ্যতে ঠিক কী হবে তা সময়ই বলবে। আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না।”
তবে এই বিষয়টি নিয়ে তিনি পরিষ্কার কিছু না বললেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। এমনকী ছত্রপতি শিবাজির সঙ্গেও মোদির তুলনা করতে দেখা গিয়েছে। যাকে ঘিরে গুঞ্জন বাড়ছে। তাহলে কি গেরুয়া শিবিরের টিকিটে ২০২৪ লোকসভায় দাঁড়াবেন তিনি? উত্তর এখনও মেলেনি। তবে জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.