Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

কর্মসূত্রে আলাপ-ঘনিষ্ঠতা, যোগীরাজ্যে চারহাত এক হল বাংলার সমকামী যুগলের

হাতে হাত রেখে প্রতিকূলতা পেরনোর অঙ্গীকার সমকামী যুগলের।

Same gender couple from West Bengal tie knot in Uttar Pradesh । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 11, 2024 11:16 am
  • Updated:January 11, 2024 11:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই জায়গায় কাজ করতে করতে বন্ধুত্ব। ধীরে ধীরে মন দেওয়া নেওয়া। ক্রমশ বাড়তে থাকে ঘনিষ্ঠতা। অবশেষে বিয়ের সিদ্ধান্ত। বহু ঝড়ঝাপটা সামলে যোগীরাজ্যে গাঁটছড়া বাঁধলেন বাংলার সমকামী যুগল।

জয়শ্রী রাহুল এবং রাখী দাস, দুজনেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। কর্মসূত্রে দুজনেই উত্তরপ্রদেশের দেওরিয়ায় থাকতে শুরু করে। দেওরিয়ার লার থানা এলাকার একটি পানশালায় ডিজে অপারেটর হিসাবে কাজ করতেন দুজনে। ওই যুগলের দাবি, যোগীরাজ্যে গিয়েই পরিচয়। মন দেওয়া নেওয়া। ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। এর পর বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। তবে গাঁটছড়া বাঁধতে গিয়ে নানা বাধার মুখে পড়তে হয় তাঁদের। কারণ, সুপ্রিম কোর্ট সমকামী সম্পর্ককে মান্যতা দিলেও, বিয়েকে স্বীকৃতি দেয়নি।

Advertisement

[আরও পড়ুন: ‘কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে বললে ছেঁটে ফেলা হবে’, অভিষেককে পাশে নিয়ে বার্তা মমতার]

দেওরিয়ার দীগ্গেশ্বরনাথ মন্দিরে বিয়ে করতে যান সমকামী যুগল। তবে সেখানকার পুরোহিত রাজি হননি। জেলা প্রশাসনে অনুমতি নিতে বলা হয়। সোজা আদালতে যান তাঁরা। নটারি করেন। এর পর গত সোমবার ভাগাদা ভবানী মন্দিরে চারহাত এক হয় তাঁদের। পুরোহিতের উপস্থিতিতে মালাবদল, সিঁদুরদান হয় সব কিছুই। বিয়ের আগে সোশাল মিডিয়ায় সম্পর্কের কথা জানান তাঁরা। গাঁটছড়া বাঁধার আগে নানা ঝড়ঝাপটা সামলেছেন দুজনে। হাতে হাত রেখে আগামী দিনে সমস্ত প্রতিকূলতা পেরনোর অঙ্গীকার করেছেন জয়শ্রী ও রাখী।

[আরও পড়ুন: মমতার নির্দেশে পদ হারালেন কেশিয়াড়ির ব্লক সভাপতি, বাড়তি দায়িত্ব মানস ভুঁইয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement