Advertisement
Advertisement

বিষ্ণুর নামে করে দেব মসজিদ, টেলিভিশন শোয়ে হুমকি সম্বিতের

সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে সমালোচনার৷

Sambit Patra threaten Muslim Man
Published by: Tanujit Das
  • Posted:November 12, 2018 4:36 pm
  • Updated:November 12, 2018 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ রাতে নিউজ চ্যানেলগুলির টক শো বা বিতর্কগুলিতে ঝড় ওঠে ‘কুবাক্যের’৷ নিজেদের যুক্তি প্রমাণে কটূকথা ও সমালোচনার মারপ্যাঁচে একে অপরকে বিদ্ধ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা৷ এমনই এক অনুষ্ঠানে প্রতিপক্ষের সমালোচনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র৷ ‘শালীনতার মাত্রা ছাড়িয়ে’ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমি সংগঠনের মুখপাত্রকে কার্যত হুমকি দিলেন বিজেপি নেতা৷

[অযোধ্যা মামলার অগ্রিম শুনানিতে ‘না’, সুপ্রিম নির্দেশে মুখ পুড়ল হিন্দু মহাসভার]

Advertisement

সম্প্রতি একটি বেসরকারি নিউজ চ্যানেলের বিতর্কের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সম্বিত পাত্র এবং অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা৷ অনুষ্ঠান চলাকালীন মেজাজ হারিয়ে ফেলেন বিজেপি মুখপাত্র৷ উক্ত ওই মুসলিম সংগঠনের প্রতিনিধি সৈয়দ আসীম ভাকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি৷ তাঁদের তর্কাতর্কিতে উঠে আসে ধর্মীয় প্রসঙ্গ৷ ওই মুসলিম সংগঠনের প্রতিনিধিকে উক্ত করে সম্বিত বলেন, “প্রথমে বলুন আপনি আল্লার ভক্ত, নাকি ভগবানের ভক্ত৷” উত্তরে ভাকার বলেন, “আমি আল্লারই ভক্ত, কিন্তু আমি আপনার ধর্মকেও সম্মান করি৷” এরপর আরও উত্তেজিত হয়ে বিজেপি মুখপাত্র বলেন, “চুপচাপ বসে পড়ুন, নাহলে কোনও মসজিদের নাম বদলে ভগবান বিষ্ণুর নামে করে দেব, তখন চিৎকার করতে থাকবেন৷” সম্বিত পাত্রের এই মন্তব্যই এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ কেন্দ্রের শাসনে থাকা রাজনৈতিক দলের মুখপাত্রের এহেন মন্তব্যে, সমালোচনায় সরব হয়েছে ওয়াকিবহাল মহল৷ তবে, কী গাঁ-জোয়ারি করার চেষ্টা চলছে, প্রশ্ন নেটিজেনদের।

[অপসারিত অলোক ভার্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা পড়ল তদন্ত রিপোর্ট]

এদিকে, বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নির্বাচন কমিশন৷ অভিযোগ, আসন্ন মধ্যপ্রদেশে নির্বাচনের আগে কমিশন প্রদত্ত আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি৷ যে নির্দিষ্ট সময়ে সাংবাদিক বৈঠক করার কথা ছিল তাঁর, সেই সময়ে না করে, অন্য সময় সাংবাদিক বৈঠক করেন তিনি৷ বিজেপি মুখপাত্রের বিরুদ্ধে অভিযোগ জানাতে কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস৷ এরপরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement