Advertisement
Advertisement

Breaking News

Samay Raina

বিরল রোগে আক্রান্ত শিশুকে নিয়ে ‘মশকরা’র ভিডিও! সময় রায়নার কাণ্ডে ‘বিরক্ত’ সুপ্রিম কোর্ট

সময়ের এই ভিডিও নিয়ে মহারাষ্ট্র মহিলা কমিশনেও নালিশ জানানো হয়েছে।

samay raina humiliated by sc for objectional comments on MSA
Published by: Gopi Krishna Samanta
  • Posted:April 21, 2025 8:20 pm
  • Updated:April 21, 2025 8:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না ইউটিউবার এবং কমেডিয়ান সময় রায়নার। বিরল রোগে আক্রান্ত শিশুকে নিয়ে হাস্যকর ভিডিও করার অভিযোগে এবার ‘সুপ্রিম’ তোপের মুখে কমেডিয়ান। শীর্ষ আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কিওর এসএমএ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। এদিকে সময়ের এই ভিডিও নিয়ে মহারাষ্ট্র মহিলা কমিশনেও নালিশ জানানো হয়েছে। কিন্তু কী অভিযোগ সময়ের বিরুদ্ধে?

সূত্রের খবর, সময় ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি’ রোগে আক্রান্ত এক শিশুকে নিয়ে দু’টি ‘আপত্তিকর’ ভিডিও করেছেন। এই প্রেক্ষিতে ওই ফাউন্ডেশন সময়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করে। যেখানে তারা এসএমএ রোগের চিকিৎসায় বিপুল পরিমাণ খরচের বিষয়টি তুলে ধরে। সুপ্রিম কোর্টের বিচারপতি এই দু’টি ভিডিও নিয়ে বলতে গিয়ে ‘বিরক্তিকর’ শব্দটি ব্যবহার করেন। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি কথিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ ভিডিও দু’টি নিয়ে বলেন, “এটা খুবই গুরুতর একটা বিষয়। এই ভিডিও দেখে আমরা বিরক্ত হচ্ছি।”

Advertisement

সময় রায়নার কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়ের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্যকে ঘিরে তোলপাড় হয়েছিল সমাজ মাধ্যম। বিষয়টি নিয়ে নেটিজেনদের পাশাপাশি নেতা-মন্ত্রীদের তোপের মুখেও পড়েন তিনি। এরপরেই রণবীর ও সময়-সহ এই শো-এর বিচারকদের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এবার নয়া আইনি গেরোয় সময় রায়না।

উল্লেখ্য, স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি বা এসএমএ একটি জটিল জেনেটিক রোগ। প্রতি ১০ হাজার জনের মধ্যে একজন এই বিরল এবং গুরুতর রোগে আক্রান্ত হয়। এই রোগের জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। অস্মিকা নামে নদিয়ার রানাঘাটের একটি শিশুও এই বিরল রোগে আক্রান্ত। সামাজিক মাধ্যমে তার চিকিৎসার খরচের জন্য আবেদনও জানানো হয়। এরই মধ্যে এমএসএ নিয়ে রায়নার ভিডিওকে অসংবেদনশীল বলে মন্তব্য করল দেশের শীর্ষ আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement