Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

অখিলেশের ‘শর্ত’ কংগ্রেসকে, আসনরফার গেরোয় উত্তরপ্রদেশে অথৈ জলে ইন্ডিয়া জোট

কংগ্রেসের জন্য কটি আসন ছাড়বে সমাজবাদী পার্টি?

Samajwadi Party willing to offer 15 seats to Congress in Uttar Pradesh, shares final proposal | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 19, 2024 12:59 pm
  • Updated:February 19, 2024 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মাত্র ১৫টি আসন ছাড়া হবে কংগ্রেসের জন্য। আসন্ন লোকসভা নির্বাচনে এমনটাই শোনা যাচ্ছে সমাজবাদী পার্টির অন্দরে। উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা। তার মধ্যেই আসনরফা নিয়ে হাত শিবিরকে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের দল।

ঠিক কী প্রস্তাব সমাজবাদী পার্টির? দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১৫টি কংগ্রেসের (Congress) জন্য ছাড়া যেতে পারে। তার বেশি নয়। কংগ্রেস যদি এই প্রস্তাবে রাজি হয়, তাহলে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট থাকবে। কিন্তু কংগ্রেস যদি আরও বেশি আসন চায় সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের ইতি। আলাদাভাবেই লড়াই করতে হবে দুই দলকে। ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ডকে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। দলীয় সূত্রে খবর, বল এখন কংগ্রেসের কোর্টে। তাঁদের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। 

Advertisement

[আরও পড়ুন: ‘কাঞ্চন আমাকে ভালো সামলাবে’, ৫৩-র তারকা বিধায়ককে বিয়ে করেই ট্রোলের জবাব শ্রীময়ীর]

এহেন পরিস্থিতিতেই উত্তরপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী। সোমবার অমেঠিতে যাওয়ার কথা রয়েছে তাঁরা। যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও। কিন্তু সপা সূত্রে খবর, আসনরফা নিয়ে কংগ্রেসের মতামত জানার পরেই যাত্রায় যোগ দেওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন অখিলেশ। তবে যাত্রায় তাঁর যোগদান নিয়ে আশাবাদী কংগ্রেস নেতৃত্ব।

উল্লেখ্য, দিন কয়েক আগেই একতরফাভাবে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল সমাজবাদী পার্টি। তার পরেই কংগ্রেসের সঙ্গে চাপানউতোর শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে অখিলেশ বলেন, উত্তরপ্রদেশে আসনরফার পথ এখনও খোলা রয়েছে। তবে সূত্রের খবর, কোনওমতেই ১৫টির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নয় সপা। কংগ্রেস বেশি আসন চাইলে ইন্ডিয়া জোট থেকেই বেরিয়ে যাবে দল। গতবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রতি ‘সৌজন্য’ দেখিয়ে রায়বেরেলি ও অমেঠিতে প্রার্থী দেয়নি সপা। এবার জোট ভেঙে গেলে সেই সৌজন্যও থাকবে না বলেই অনুমান।

[আরও পড়ুন: ‘লুকিয়ে রাখা অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করুন’, কৃষকদের বিক্ষোভে উসকানি পান্নুনের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement