Advertisement
Advertisement

সিয়াচেন অভিযানে সেনাকে কুর্নিশ ৯ তারকার

অর্জুন, রণবিজয়দের ‘সালুট সিয়াচেন’-কে আপনিও সম্মান জানাতে পারেন LIKE-SHARE-COMMENT করে৷

Salute Siachen new trailer is out
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 31, 2016 12:34 pm
  • Updated:October 31, 2016 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ তারকার কেউ বলিউডের বাসিন্দা, কেউ টেলিভিশনের চেনামুখ, কেউ বা খেলার জগতের কারিগর৷ সবাই বেরিয়েছিলেন সিয়াচেন জয় করতে৷ ২০ দিন ধরে কঠিন বরফ কেটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দুর্গম অঞ্চলে গিয়ে পৌঁছেছিলেন অর্জুন রামপাল, অরুণোদয় সিং, রণবিজয়, নম্রতা গুজারণ, হাসান জৈদি, সোনালি শেরগিল, ক্রিকেটার রুদ্রপ্রতাপ সিং ও হকি খেলোয়াড় যুবরাজ বাল্মীকি৷ লক্ষ্য একটাই, ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানানো৷ প্রকাশিত হল সেই যাত্রার নতুন ঝলক৷

Advertisement

১৯৮১ সালে প্রথমবার ভারতীয় সেনা অতিক্রম করেছিল সিয়াচেনের কাঠিন্যকে৷ তারই ৩৫ বছর পূর্তিতে এই যাত্রা করেছেন তারকারা৷ শুধুমাত্র মুখের কথায় নয় জওয়ানদের প্রতিমুহূর্তের বাঁচার লড়াইয়ের সশরীরে সাক্ষী থেকেছেন তাঁরা৷ প্রত্যেকের কাছেই জীবনের সেরা অভিজ্ঞতা বিশ্বের দ্বিতীয় দুর্গমতম স্থানে পৌঁছানোর অধিকার পাওয়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement