সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন চলছে। ফলে জরুরি পরিষেবা ছাড়া আর সবকিছুই বন্ধ। চার দেওয়ালের ভিতরেই সময় কাটছে দেশবাসীর। তবে এই সময়ে শক্ত হচ্ছে পারিবারিক বন্ধন। রবিবার তেমনই এক মন ছুঁয়ে যাওয়া ভিডিও পোস্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান। যেখানে দেখা যাচ্ছে, চিরাগ তাঁর বাবার দাড়ি কেটে দিচ্ছেন। টুইটটি একঘণ্টার মধ্যে প্রায় এক হাজার বার রিটুইট করা হয়েছে।
করোনার গ্রাসে গোটা বিশ্ব। ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। ইটালি ছাড়িয়ে মারণ জীবাণুর ভরকেন্দ্র এখন আমেরিকা। মার্কিন মুলুকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯২০ জনের। গোটা দুনিয়ায় মৃতের সংখ্যা এক লক্ষ ছাপিয়ে গিয়েছে। মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একাধিক দেশ। বিশ্বে আক্রান্ত প্রায় ১৭ লক্ষ মানুষ। ভারতেও দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩। মোট আক্রান্ত ৮,৩৫৬। সেরে উঠেছেন ৭১৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছিল কেন্দ্র। বেশকিছু রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে জরুরি পরিষেবা ছাড়া বাকি সবই বন্ধ। ঝাঁপ ফেলেছে সেলুনগুলোও। ফলে চুল-দাঁড়ি নিয়ে সমস্যায় পড়েছেন পুরুষরা।
এদিন বাবা রামবিলাস পাসোয়ানের সেই মুশকিল আসান করেছেন ছেলে চিরাগই। রবিবার বাড়িতে ট্রিমার দিয়ে বাবার দাড়ি-গোঁফ ছেঁটে দিয়েছেন তিনি। মজা করে গোটা ভিডিওটি টুইটারে পোস্টও করেছেন। সঙ্গে লেখেন, “কঠিন সময়। তবে এই সময়ের একটা ভালদিকও আছে। আমার এই গুণ সম্পর্কে নিজেরই জানা ছিল না। চলুন, করোনার বিরুদ্ধে লড়াই করি সঙ্গে সুন্দর কিছু স্মৃতি তৈরি করি।” একই সঙ্গে লোক জনশক্তি দলের সাংসদ দেশবাসীকে ঘরে থাকার আবেদনও জানিয়েছেন।
Tough times but see #lockdown also has a brighter sides. Never knew had these skills too !
Let’s fight #Corona19 and create beautiful memories too ! #StayHomeStaySafe 🙏 pic.twitter.com/j8IPHxB1Sa
— युवा बिहारी चिराग पासवान (@ichiragpaswan) April 12, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.