Advertisement
Advertisement

উরি হামলায় পাক প্রধানমন্ত্রীকে নিন্দা সেলিম খানের

টুইটারে কড়া ভাষায় নওয়াজের কার্যকলাপের নিন্দা করেছেন সলমন খানের বাবা৷

Salim Khan, father of Salman Khan slams Pakistan PM Nawaz Sharif
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 21, 2016 3:30 pm
  • Updated:September 21, 2016 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে ১৮ জন সেনার মৃত্যুতে দেশবাসীর মন ভাল নেই৷ সোশাল নেটওয়ার্কিং সাইটে শহিদ জওয়ানদের পরিবারকে সহানুভূতি জানাচ্ছে গোটা দেশ৷ গত রবিবার উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর ফের ভারত-পাক সম্পর্কের তিক্ততা বেড়েছে৷ পাকিস্তানকে চ্যালেঞ্জ জানিয়ে বক্সার বিজেন্দর সিং টুইট করেছিলেন, “পাকিস্তান যদি যুদ্ধ চায়, তাহলে আমরাও প্রস্তুত৷” মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে একহাত নিলেন চিত্রনাট্যকার সেলিম খান৷

টুইটারে কড়া ভাষায় নওয়াজের কার্যকলাপের নিন্দা করেছেন সলমন খানের বাবা৷ তিনি লিখেছেন, “জনতা আপনাকে যে নামে চেনে, আপনার আসল চেহারাটা জানলে নামটাও পাল্টে দিত৷ বে-নওয়াজ শরীর বলে ডাকত আপনাকে৷ খুব বড়সড় একটা ভুল হয়ে গিয়েছে৷ আপনি নিজেই স্বীকার করেছেন যে পাকিস্তানের সেনা থেকে পার্লামেন্ট, কেউই আপনার কথা শোনে না৷ পরিবারের লোকজন শোনে তো আপনার কথা? আর এতসবের পরও বিশ্বের নানা প্রান্তে গিয়ে আপনি ভারতের নামে অভিযোগ জানান৷ কেউ কি শুনছে আপনার কথা?” অর্থাৎ নওয়াজ যে সন্ত্রাস দমনে কোনও পদক্ষেপই নিচ্ছে না, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি৷

Advertisement

এদিকে, উরির জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে টুইট করে ক্রিকেটপ্রেমীদের বিরাগভাজন হলেন গৌতম গম্ভীর৷ গত সোমবার তিনি টুইটারে লেখেন, “ক্রিকেটারের বায়োপিকের চেয়ে যে ১৭ জন সেনা উরিতে প্রাণ হারালেন, তাঁদের নিয়ে ছবি তৈরি করা উচিত৷ চলতি মাসেই মুক্তি পেতে চলেছে এমএস ধোনির বায়োপিক৷ তার আগে এ ধরনের মন্তব্যে বেশ চটেছেন ধোনি ভক্তরা৷ আর তাই তাঁর এই টুইটের পর থেকেই কেকেআর নেতাকে একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে৷ পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করে আরেকটি টুইট করেন গম্ভীর৷ জানান, তিনি কোনও ক্রিকেটারের বায়োপিকের বিরুদ্ধে নন, তবে নিজেকে নিয়ে কোনও ছবি চান না৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement