Advertisement
Advertisement

Breaking News

সইফুল্লাহর আদর্শে বইয়ে দাও রক্তগঙ্গা, আহ্বান আইএস-এর

'লোন উলফ' হামলা চালানোর আবেদন জানিয়েছে আইএস৷

Saifullah role model for Indian Muslims, claims Pro-ISIS channel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 13, 2017 7:43 am
  • Updated:March 13, 2017 7:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সন্ত্রাসবাদী সইফুল্লাহ ভারতীয় মুসলমানদের আদর্শ’, এমনটাই প্রচার করছে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের জেহাদি চ্যানেল ‘আল-হিন্দি’৷ শুধু তাই নয়, সইফুল্লাহর মতো মুসলমান যুবকদের কাছে ভারতের মাটিতে ‘লোন উলফ’  হামলা চালানোর আবেদনও জানিয়েছে ওই চ্যানেলটি৷

(ছেলে ‘দেশদ্রোহী’, জঙ্গি সইফুল্লাহর লাশ নিতে অস্বীকার বাবার)

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই প্রচার শুরু করেছে আল-হিন্দি৷ ভারত জুড়ে সন্ত্রাসের বীজ ছড়িয়ে দিতে প্রচার চালিয়ে যাচ্ছে ওই চ্যানেলটি৷ দেশদ্রোহী সইফুল্লাহর দেহ কবর দিতে রাজি না হওয়ায় তার পিতাকে ‘কাফের’ বলে দাবি করেছে আইএস৷ জেহাদের পথে মা, বাবা বাধা হয়ে দাঁড়ালে তাদের অমান্য করার আর্জি জানিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনটি৷ এছাড়াও ‘হিন্দু রাষ্ট্র’ ভারতে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকিও দিয়েছে আইএস সঞ্চালিত ওই চ্যানেলটি৷

Advertisement

(আমেরিকা বা জাপানের ফাঁদে পা দেওয়া উচিত নয় ভারতের, হুঁশিয়ারি চিনের)

উল্লেখ্য, গত বুধবার লখনউয়ে, প্রায় বারো ঘন্টা ধরে চলা গুলির লড়াইয়ের পর সইফুল্লাহ নামের এক আইএস জঙ্গিকে নিকেশ করে পুলিশ৷ মধ্যপ্রদেশে ট্রেন বিস্ফোরণের মূলচক্রী ছিল সইফুল্লাহ৷ সইফুল্লাহ নিজেকে আইএসআইএস-এর একজন একনিষ্ঠ সদস্য মনে করত। সইফুল্লা-সহ আরও কয়েকজন যুবক ইন্টারনেটের মাধ্যমে কট্টরপন্থী জেহাদি মতাদর্শে অনুপ্রাণিত হয়েছিল। অনলাইনেই শিখেছিল বিস্ফোরক কীভাবে বানাতে হয়।

এপ্রিলেই মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘বাহুবলী ২- দ্য কনক্লুশন’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement