সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সন্ত্রাসবাদী সইফুল্লাহ ভারতীয় মুসলমানদের আদর্শ’, এমনটাই প্রচার করছে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের জেহাদি চ্যানেল ‘আল-হিন্দি’৷ শুধু তাই নয়, সইফুল্লাহর মতো মুসলমান যুবকদের কাছে ভারতের মাটিতে ‘লোন উলফ’ হামলা চালানোর আবেদনও জানিয়েছে ওই চ্যানেলটি৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই প্রচার শুরু করেছে আল-হিন্দি৷ ভারত জুড়ে সন্ত্রাসের বীজ ছড়িয়ে দিতে প্রচার চালিয়ে যাচ্ছে ওই চ্যানেলটি৷ দেশদ্রোহী সইফুল্লাহর দেহ কবর দিতে রাজি না হওয়ায় তার পিতাকে ‘কাফের’ বলে দাবি করেছে আইএস৷ জেহাদের পথে মা, বাবা বাধা হয়ে দাঁড়ালে তাদের অমান্য করার আর্জি জানিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনটি৷ এছাড়াও ‘হিন্দু রাষ্ট্র’ ভারতে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকিও দিয়েছে আইএস সঞ্চালিত ওই চ্যানেলটি৷
উল্লেখ্য, গত বুধবার লখনউয়ে, প্রায় বারো ঘন্টা ধরে চলা গুলির লড়াইয়ের পর সইফুল্লাহ নামের এক আইএস জঙ্গিকে নিকেশ করে পুলিশ৷ মধ্যপ্রদেশে ট্রেন বিস্ফোরণের মূলচক্রী ছিল সইফুল্লাহ৷ সইফুল্লাহ নিজেকে আইএসআইএস-এর একজন একনিষ্ঠ সদস্য মনে করত। সইফুল্লা-সহ আরও কয়েকজন যুবক ইন্টারনেটের মাধ্যমে কট্টরপন্থী জেহাদি মতাদর্শে অনুপ্রাণিত হয়েছিল। অনলাইনেই শিখেছিল বিস্ফোরক কীভাবে বানাতে হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.