Advertisement
Advertisement

Breaking News

সাহারানপুরে লাগু কারফিউ, স্তব্ধ মোবাইল ইন্টারনেট

ঠাকুর সম্প্রদায়ের এক ব্যক্তিকে গুলি করার অভিযোগে রণক্ষেত্র উত্তরপ্রদেশের সাহারানপুর৷

Saharanpur boils, mobile internet serivces suspended
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2017 4:49 am
  • Updated:May 25, 2017 4:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষ বিধ্বস্ত উত্তরপ্রদেশের সাহারানপুরে মোবাইল ইন্টারনেট ও মেসেজিং পরিষেবা সাময়িকভাবে স্তব্ধ করে দেওয়া হল৷ এলাকায় শান্তি-শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন৷ খবর পিটিআই সূত্রে৷


গত মঙ্গলবার থেকেই উত্তপ্ত সাহারানপুর৷ উচ্চবর্ণের ঠাকুর সম্প্রদায়ের এক ব্যক্তিকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক৷ হামলার অভিযোগে দলিতদের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ে এলাকায়৷ এই ঘটনায় হিংসা ছড়িয়ে পড়তে দেরি হয়নি৷ বুধবার শহরের একাধিক প্রান্তে হিংসাত্মক ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন৷ তারপরই লাগু হয় ১৪৪ ধারা৷ অন্তর্বর্তী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন পি সিং জানিয়েছেন, একাধিক এলাকায় কারফিউ লাগু করা হয়েছে৷ পাশাপাশি, সমস্ত টেলিকম অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে, অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট ও মেসেজিং পরিষেবা বন্ধ রাখার৷


এরই মধ্যে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি নিহত হওয়ায় যেন আগুনে ঘি পড়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সাহারানপুরের ডিএম ও এসএসপিকে ট্রান্সফার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ঠাকুর ও দলিতদের মধ্যে সংঘর্ষ রুখতে ব্যর্থ সাহারানপুরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জে কে শশীকেও সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন৷ উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব মণি প্রসাদ মিশ্র সংঘর্ষ বিধ্বস্ত শাব্বিপুর গ্রাম পরিদর্শনে যান৷ এই গ্রামে প্রায় ৬০০ দলিত ও ৯০০ ঠাকুরের বাস৷ গ্রাম পরিদর্শনের পর স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এই ঘটনায় জড়িত অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub