Advertisement
Advertisement
Rajasthan

গেরুয়ায় আপত্তি, কংগ্রেস শাসিত রাজস্থানের সরকারি স্কুলে ফের বদলাচ্ছে পোশাকের রং

রাজস্থান সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে।

Saffron intolerance! Congress rules Rajasthan orders new colour for school uniform | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 11, 2021 1:54 pm
  • Updated:December 11, 2021 1:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হালকা খয়েরি রং অনেকটা গেরুয়ার (Saffron) কাছাকাছি। তাতে আপত্তি কংগ্রেসের (Congress)। তাই রাজস্থানে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পোশাকের রং বদলে দিল অশোক গেহলট (Ashok Gehlat) সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে মরুরাজ্যে।

এক নির্দেশিকা অনুযায়ী, হালকা খয়েরি জামা বা কুর্তা এবং গাঢ় খয়েরি প্যান্টের বদলে এবার থেকে সরকারি স্কুলের শিক্ষার্থীরা যে ইউনিফর্ম পরবে, তা সার্ফ ব্লু (Surf blue) এবং গাঢ় ধূসর রঙের সংমিশ্রণ। শীতকালে পরতে হবে গাঢ় ধূসর কোট এবং সোয়েটার। যদিও চলতি শিক্ষাবর্ষ থেকে এই নতুন ইউনিফর্ম (School Uniform) চালু হচ্ছে না। এটি ২০২২-’২৩ শিক্ষাবর্ষ থেকে স্কুলে নতুন রঙের পোশাক বাধ্যতামূলক করা হবে।

Advertisement

[আরও পডুন: ‘রাস্তা আটকে নমাজ পড়া চলবে না’, স্পষ্ট ঘোষণা হরিয়ানার মুখ্যমন্ত্রীর]

কুড়ি বছর পর, ২০১৭ সালে প্রায় তদানীন্তন শাসক বিজেপি (BJP) সরকার পোশাকের রং বদল করেছিল। কিন্তু বসুন্ধরা রাজে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। তাদের দাবি, স্কুলের নয়া ইউনিফর্ম অনেকটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) পোশাকের কাছাকাছি। শিক্ষা বিভাগের কর্তারা বলেছেন যে, শিক্ষার্থীরা ইউনিফর্মের জন্য প্রত্যেকে ৬০০ টাকা করে পাওয়ার অধিকারী। এবং তাঁরা তিন মাসের মধ্যে যথেষ্ট সংখ্যায় পোশাক প্রস্তুত হয়ে যাবে। সরকার শীঘ্রই নতুন ইউনিফর্মের জন্য একটি দরপত্র আহ্বান করবে বলে জানিয়েছেন কর্তারা।

[আরও পডুন: Puri Jagannath Temple: চলতি বছরের শেষে ৩ দিন বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির, ঘোষণা কর্তৃপক্ষের]

সরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৬৬ লক্ষ শিক্ষার্থী রয়েছে, যারা বিনামূল্যে ইউনিফর্ম পাওয়ার অধিকারী। উঁচু ক্লাসের শিক্ষার্থীদের ইউনিফর্ম কিনতে হয় খরচ করে। গেহলট সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিজেপি বিধায়ক এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি বলেন, “এটি ক্ষমতা দেখানোর জন্য করা হল। শিক্ষার্থী বা অভিভাবকদের কোনও দাবি ছাড়া তিন-চার বছরের মধ্যে ইউনিফর্ম পরিবর্তনের যুক্তি নেই। ইউনিফর্ম কেনার জন্য অতিরিক্ত আর্থিক দায় অভিভাবকদেরই বহন করতে হবে। যারা কোভিড-১৯ (COVID-19)মহামারীর পরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পক্ষে এটা সমস্যার হতে পারে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement