সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণের সময় ঘটল বিপত্তি৷ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এক কলেজের কার্নিশ থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রীর৷ অভিযোগ, উপযুক্ত ব্যবস্থাপনা ছাড়াই কলেজে ছাত্রীদের বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ চলছিল৷ প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ৷
কোনও বিপদে পড়লে কীভাবে তা থেকে রক্ষা পাওয়া সম্ভব, তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল কলেজ ছাত্রীদের৷ বৃহস্পতিবার বিকেলের এই প্রশিক্ষণের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ভিডিওয় দেখা যাচ্ছে, বিবিএ-র দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তিনতলার ছাদের কার্নিশে হাঁটছিলেন৷ নিচে লাফাতে বলা হচ্ছিল তাঁকে৷ রীতিমত ভয় পাচ্ছিলেন বছর ঊনিশের কলেজ ছাত্রী৷ এরপর কার্নিশ থেকে ধাক্কা দেওয়া হয় ছাত্রীকে৷ অসাবধানবশত লাফ দিতে গিয়ে দু’তলার ছাত্রীর মাথা ঢুকে যায়৷ এরপরই নিচে পড়ে যান ছাত্রী৷ অনেকেই তাঁকে ধরে ফেলার জন্য তৈরি থাকলেও, বাঁচানো যায়নি ছাত্রীকে৷
#UPDATE: Coimbatore rural police have arrested a trainer of National disaster mgmt training in connection with death of 2nd year BBA student at Kovai Kalaimagal College of Arts&Science, Lokeshwari. She died after falling from 3rd floor of her college building y’day. #TamilNadu https://t.co/1RZaDcBsg5
— ANI (@ANI) July 13, 2018
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে৷ কোয়েম্বাটুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ হাসপাতালের তরফে জানানো হয়, মাথায় ও ঘাড়ে একাধিক আঘাত ছিল তাঁর৷ অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মারা যান তিনি৷ ভয় পাওয়া সত্ত্বেও প্রশিক্ষক কার্নিশ থেকে ধাক্কা দেওয়ায় এমন বিপত্তি বলে দাবি ছাত্রীর দাদার৷ তাঁর আরও দাবি, অসতর্কভাবে কলেজে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ চলছিল বলেই এমন বিপত্তি৷ কলেজ কর্তৃপক্ষেরও প্রশিক্ষণের সময় নজর দেওয়া দরকার ছিল৷
এদিকে, দুর্ঘটনার দায় এড়াতে ব্যস্ত কলেজ কর্তৃপক্ষ৷ তাদের দাবি, এনডিআরএফের তত্ত্বাবধানেই কলেজে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ চলছিল৷ প্রশিক্ষকও বহিরাগত৷ তাঁর সঙ্গে কলেজের কোনও যোগাযোগ নেই৷ নিহত ছাত্রীর পরিবারের তরফ থেকে কলেজ কর্তৃপক্ষ ও ওই প্রশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ প্রশিক্ষককেও গ্রেপ্তার করেছে পুলিশ৷ প্রশিক্ষকের সাফাই, বিবিএ-র দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর আগে আরও বেশ কয়েকজন প্রশিক্ষণ নেন৷ প্রত্যেকে ভয় পাওয়া সত্ত্বেও ধাক্কা দিয়েই কার্নিশ থেকে নামানো হয়৷ নিচে নেটের ব্যবস্থা রেখেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল৷ কিন্তু আচমকা যে এমন দুর্ঘটনা ঘটবে তা তিনি বুঝতে পারেননি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.