Advertisement
Advertisement

মোটা কমিশনের লোভে বাতিল নোট ভাঙানোর ব্যবসায় এবার সাধুরা

কী ভাবে ব্যবসায়ীদের নোট ভাঙিয়ে দিচ্ছেন সাধুরা?

Sadhus From Nepal Take A Unique Step To Change Old Currency
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 19, 2016 9:14 am
  • Updated:November 19, 2016 9:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালে বসবাসকারী বহু সাধু-সন্ত বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছেন বলে জানা গিয়েছে৷ রক্সৌল এক্সপ্রেসে কলকাতা ফেরতা যাত্রীদের অভিজ্ঞতা এমনই৷
যাত্রীরা জানিয়েছেন, নেপালের বীরগঞ্জ হয়ে সাধুরা রক্সৌলে এসে ট্রেন ধরছেন৷ এঁদের সঙ্গে রয়েছে ভারতে বাতিল বড় অঙ্কের নোট৷ সাধুদের সঙ্গে আলাপচারিতায় যাত্রীরা জেনেছেন, নেপালের হোটেলগুলি ও মার্কেটের বহু দোকানে ভারতীয় নোটের প্রচলন রয়েছে৷ যা সেখানে ‘আইসি’ অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি বলেই পরিচিত৷
ফলে সেখানকার ব্যবসায়ীদের হাতে রয়েছে ভারতের বাতিল নোট৷ এই ব্যবসায়ীরা সাধুদের শরণাপন্ন হয়েছেন৷ কারণ, সাধুদের অনেক ভক্ত রয়েছে ভারতের নানা প্রান্তে৷ অনেক সাধুর আবার ভারতীয় আধার কার্ডও রয়েছে৷ এই সাধুরা মোটা কমিশনের লোভে প্রচুর বাতিল নোট নিয়ে ভারতে ঢুকছেন। ভক্তদের সহায়তায় সেই নোট ভাঙিয়ে নতুন নোট নেওয়ার পরিকল্পনা করেছেন সাধুরা৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement